ব্যালট বিকৃতি, বিডিও-এসডিওকে সাসপেন্ডের সুপারিশ কমিটির

ব্যালট বিকৃতি, বিডিও-এসডিওকে সাসপেন্ডের সুপারিশ কমিটির

কলকাতা: উলুবেড়িয়ার ব্যালট বিকৃতিকাণ্ডে বিডিও-এসডিওকে সাসপেন্ডের সুপারিশ এল। উলুবেড়িয়ার সিপিএম প্রার্থী কাশ্মীর বেগম খানের মনোনয়নপত্র বিকৃতি মামলায় এই সুপারিশ করা হয়েছে। এই মামলার বিচারপতি অমৃতা সিনহা অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নেতৃত্বাধীন কমিটিকে অনুসন্ধান রিপোর্ট জমা দিতে বলেছিলেন। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিডিও, এসডিও ষড়যন্ত্র করে এই কাজ করেছেন। তাঁর সাফ কথা, ব্যালট পেপার ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে।

বিচারপতি দেবীপ্রসাদ দের পর্যবেক্ষণ, এই চক্রে যুক্ত অতিরিক্ত অনগ্রসর শ্রেণীর দফতরের অফিসার। তাদের তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ করতে হবে বলে রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। তাঁর এও দাবি, তৃণমূল প্রার্থীর লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল করা হয়েছে। কিন্তু এসডিও অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি দিতে বলেন। তাই ওই কেন্দ্রের ভোট বাতিল করতেও সুপারিশ করা হয়েছে এই রিপোর্টে। এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল সিঙ্গেল বেঞ্চে এই রিপোর্ট জমা দিতে হবে।

এর আগে এই উলুবেড়িয়াতেই ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ দিয়ে দেওয়া হয়। এমনকী বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও শোনা হয়নি। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের একক বেঞ্চের তরফে। পরে তাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =