ইউকে: হাফ প্যান্ট পরে খবর পড়ছেন সঞ্চালক! হ্যাঁ এমনটাই ধরা পড়েছে বিবিসির ক্যামেরায়৷ বিবিসির এক সঞ্চালক হাফ প্যান্ট পরে খবর পড়ছেন৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঞ্চালকের এহেন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ মুহূর্তে এই ভিডিও নজর কেড়েছে লক্ষ লক্ষ মানুষের।
ডেস্কের নীচে হাফ প্যান্টের ভিতর থেকে ৫১ বছরের সঞ্চালক শন লির লম্বা পা বেরিয়ে রয়েছে৷ টেলিভিশনে খবর পড়ার সময়ই ক্যামেরা প্যান করতে গিয়ে এই দৃশ্য ধরা পড়ে। যদিও তিনি যখন প্রথমে খবর পড়া শুরু করেন, তখন সঞ্চালক তাঁকে শ্যুট এবং টাই পরে থাকতে দেখা গিয়েছে। খবর পড়ার সময় যেমন পোশাক পরার কথা, সে রকম সাজেই বিবিসির সঞ্চালককে প্রাথমিক ভাবে ক্যামেরায় দেখা গিয়েছে। কিন্তু তার পরই বিপত্তি ঘটে। নিউজ স্টুডিওতে ক্যামেরা প্যান করার সময়ই ছন্দপতন ঘটে যায়৷ শন লি, শ্যুটের নীচে ফুলপ্যান্ট না পরে, পরেছিলেন হাফপ্যান্ট। ভিডিওতে তাঁর পা স্পষ্ট নজরে পড়ছে৷
সোশ্যাল মিডিয়ায় শন লি-র ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই শন লি-র এই কাজের সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন, বাড়িতে এই পোশাক চলে, কিন্তু তা বলে বিবিসির নিউজ স্টুডিওতে হাফপ্যান্ট পরে বসে খবর পড়ছেন সঞ্চালক? এই দৃশ্য খুবই বেমানান নেটাগরিকদের অনেকের কাছে। অনেকেই কটাক্ষ করে বলেছেন, শন কি প্যান্ট পরতে ভুলেই গিয়েছিলেন? অনেকেই আবার শনের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, নিজের স্বাচ্ছ্যন্দ ও আরামের পোশাক পরে খবর পড়লে কোনও অসুবিধে আছে কি? কাও কারও মতে, যেমন গরম পড়েছে, তেমনই পোশাক বেছে নিয়েছেন শন। অনেকে বলছেন, বুধবার আবহাওয়া দারুন গরম হওয়ায় লি সেটাকে প্রতিহত করতে এই পথ খুঁজে বের করেছেন৷ কারণ ক্যামেরায় সঞ্চালকদের কেবল পেটের ওপর অংশই দেখা যায়৷ সুতরাং হাফ প্যান্ট পরে সঞ্চালনা করার ভাবনা ভাষণ ভালো৷ একজন লিখেছেন, ‘আমি ছোটবেলায় ভাবতাম সঞ্চালকরা পেটের নীচে খুব বেসি জামাকাপড় পরেন না৷ এখন আমি তার প্রমাণ পেলাম৷’