নন্দীগ্রাম: বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিল নন্দীগ্রাম৷ এমনকি বিক্ষোভ দেখাতে গিয়ে সরকারি আধিকারিকদের মারধর করার গুরুতর অভিযোগও উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের হরিপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷
জানা গিয়েছে, হরিপুর ৫ নম্বর অঞ্চল থেকে হরিপুর কিষান মান্ডিতে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে আসেন। নেতৃত্বে ছিলেন বিজেপির স্থানীয় নেতা, কর্মীরা৷ তাদের দাবি, কৃষি দপ্তর থেকে যে সহায়তাগুলো পাওয়া যায় সেগুলো নন্দীগ্রাম ব্লকের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা পেলেও হরিপুর অঞ্চল বরাবরই এই পরিষেবা থেকে বঞ্চিত৷
এলাকায় বিজেপির প্রভাব থাকায় পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণেই এলাকার বাসিন্দাদের কৃষি প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ৷ অভিযোগ, পরিকল্পিতভাবে সরকারি আধিকারিকরাও এই স্বজন পোষণ এবং বেনিয়মে জড়িত৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তারই জেরে এদিন বিক্ষোভকে কেন্দ্র করে সরকারি আধিকারিকদের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা৷
সেখানে বিক্ষোভ চলাকালীন সরকারি আধিকারিকদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এটা মানুষের স্বতঃস্ফূর্ত গণ বিক্ষোভ৷ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়েই মানুষ এই বিক্ষোভ দেখিয়েছেন৷ প্রসঙ্গত, বিক্ষোভ এখনও চলছে৷ এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ যদিও এই ঘটনায় এখনও সরকারি আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷