রণক্ষেত্র কলকাতা বই মেলা, নাগরিক প্রতিবাদে পুলিশ-পড়ুয়া-বিজেপির খণ্ডযুদ্ধ

রণক্ষেত্র কলকাতা বই মেলা, নাগরিক প্রতিবাদে পুলিশ-পড়ুয়া-বিজেপির খণ্ডযুদ্ধ

কলকাতা: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের হাত থেকে রক্ষা পেল না কলকাতা আন্তর্জাতিক বই মেলা৷ নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপুঞ্জি ও জাতীয় জনগণনা রেজিস্টার বিরুদ্ধে প্রতিবাদ আজ বই মেলা চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷  বই মেলার ৭ নম্বর গেটের সামনে নাগরিকত্ব আইন বিরোধী স্লোগান দেন পড়ুয়ারা৷ বিক্ষোভ চলাকালীন বিজেপির নেতা রাহুল সিনহার উপস্থিতি ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷

বই মেলা চত্বরে বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পড়ুয়াদের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি হয়৷ বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ৷ মারের বদলা মার দিতে ছাড়েনি বিজেপির কর্মীরাও৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ৷ গোটা ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে৷

পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি৷ অভিযোগ, আন্দোলনকারীদের আলোচনার নামে ডেকে নিয়ে গিয়ে মারধর করে পুলিশ৷ বেশ কয়েরজন পড়ুয়াকে আটক করা হয়৷ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মেলার মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন মানবাধিক সংগঠন এপিডিআর-সহ বেশ কিছু গণসংগঠন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বইমেলার সাত নম্বর গেট বন্ধ করে দেয়া পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *