তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূম

বীরভূম: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের রণক্ষেত্র বীরভূমের লোকপুর৷ অভিযোগ, মঙ্গলবার বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোকপুর৷ রাতে ঝামেলা মিটলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আজ সকালেই বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের বসহরি গ্রাম৷ বিজেপির অভিযোগ, দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে বসহরি গ্রামে বিজেপির

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূম

বীরভূম: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের রণক্ষেত্র বীরভূমের লোকপুর৷ অভিযোগ, মঙ্গলবার বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোকপুর৷ রাতে ঝামেলা মিটলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আজ সকালেই বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের বসহরি গ্রাম৷

বিজেপির অভিযোগ, দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে বসহরি গ্রামে বিজেপির দেওয়াল লিখনের সময় বাধা দেয় তৃণমূল কর্মীরা। তারপর অতর্কিতে ৩০টির মতো বাইকে ৫০জনের মতো তৃণমূলের গুণ্ডাবাহিনী এসে হামলা চালায়। বিজেপির তরফ থেকে এও অভিযোগ করা হয়, বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় শাসকদলের গুন্ডাবাহিনী। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৭ জন গুরুতর আহত বলে জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। গুরুতর আহতদের সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় এবং অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।

বিজেপি আরও অভিযোগ, শাসকদলের ওই গুন্ডাবাহিনী এলাকা জুড়ে ব্যাপক লুটপাট, ভাঙচুর চালায়। গ্রামের লোকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্লক সভাপতি ভোলানাথ মিত্র ঘটনার কথা অস্বীকার করে বলেন, ‘একটা ঝামেলা হয়েছে শুনেছি। তবে আমাদের ছেলেরা করেনি। কে বা কারা ঝামেলা করেছে সে বলতে পারবো না। আমাদের ছেলেরা ঝামেলা করলে আমরা জানতে পারতাম।’ দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রাম উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। গ্রামে পুলিশি পিকেট বসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =