কাটমানি বিতর্কে রণক্ষেত্র বীরভূম, ব্যাপক বোমাবাজি

বোলপুর: কাটমানি বিতর্কে এবার রণক্ষেত্র বীরভূম৷ তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বীরভূমের সদাইপুরের সাহাপুর৷ এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ৷ অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সেখ এনামুলের আশ্রিত দুষ্কৃতীরা সকাল থেকে ব্যাপক বোমাবাজি শুরু করে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেলেও তাদের লক্ষ্য করেও ছোঁড়া হয় বোমা৷ অস্ত্র উঁচিয়ে তাড়াও করে পুলিশ৷ পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায়

কাটমানি বিতর্কে রণক্ষেত্র বীরভূম, ব্যাপক বোমাবাজি

বোলপুর: কাটমানি বিতর্কে এবার রণক্ষেত্র বীরভূম৷ তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বীরভূমের সদাইপুরের সাহাপুর৷ এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ৷

অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সেখ এনামুলের আশ্রিত দুষ্কৃতীরা সকাল থেকে ব্যাপক বোমাবাজি শুরু করে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেলেও তাদের লক্ষ্য করেও ছোঁড়া হয় বোমা৷ অস্ত্র উঁচিয়ে তাড়াও করে পুলিশ৷ পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ অভিযুক্ত তৃণমূল নেতার দুই ছেলে-সহ ৮ জনকে আটক করেছে পুলিশ৷

অন্যদিকে, দফায় দাফায় অভিযান চালিয়ে বীরভূম থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বোমা৷ পাঁড়ুই ও নানুর থেকে মিলেছে প্রচুর বোমা৷ বন্দর গ্রাম থেকে খুজুটিপাড়া যাওয়ার পথে পালিটা মোড়ের কাছে পরিত্যক্ত একটি পোল্ট্রি ফার্ম  থেকে উদ্ধার হয় চার ড্রাম বোমা৷ পাঁড়ুইয়ের শিমুলিয়া গ্রাম সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =