অমিত শাহকে ‘ভাত’ দিয়ে ‘দিদি’কে ‘বক্ষ মাঝে’ রাখার অঙ্গীকার বাসুদেব বাউলের!

অমিত শাহকে ‘ভাত’ দিয়ে ‘দিদি’কে ‘বক্ষ মাঝে’ রাখার অঙ্গীকার বাসুদেব বাউলের!

বোলপুর: এক সপ্তাহ আগেই তাঁর বাড়িতে বসেছিল শাহী ভোজের আসর৷ পাত পেরে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁকেও গান শুনিয়েছিলেন বাসুদেব বাউল৷ কিন্তু তিনি তাঁর কষ্টের কথা শোনেনি৷ এর পরেই বাসুদেব বাউলের পাশে বসে তাঁর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি  অনুব্রত মণ্ডল৷ এদিন দিদির মঞ্চে উঠে গান শোনালেন অমিত শাহকে মধ্যাহ্নভোজ খাওয়ানো সেই বাসুদেব বাউল৷ 

আরও পড়ুন- ফের ভাঙন মেদিনীপুর তৃণমূলে! একে একে ঘাসফুল ছাড়ছেন শুভেন্দু ঘনিষ্ঠরা

এদিন বাসুদেব বাউলের গলায় শোনা যায়, ‘তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না৷ ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাব না’৷ কিন্তু অন্তরা গাওয়ার সময় এই গানের সুরেই তিনি ঘটান শব্দ বদল৷ গেয়ে ওঠেন, ‘‘ তোমায় হৃদ মাধারে রাখব, ছেড়ে দেব না৷ ছেড়ে দিলে সোনার দিদি আর তো পাব না, ছেড়ে দেব না৷ দিদিকে আপন করে রাখব, ছেড়ে দেব না৷ দিদিকে আমরা সবাই বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না৷’’ এর পরেই মঞ্চে ওঠে দিদির জয়ধ্বনি৷ ‘জয় দিদির, জয়’ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন বাসুদেব বাউল৷ অন্যদিকে গানের শেষে নিজের গলা থেকে উত্তরীয় খুলে তাঁকে পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূলের মঞ্চে তাঁর এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

আরও পড়ুন- Breaking: বর্ষবরণ উৎসবে ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের

শান্তিনিকেতনে এসে বোলপুরের রতনপল্লির বাসুদেব বাউলের বাড়িতেই মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন অমিত শাহ, দিলীপ ঘোষরা৷ কিন্তু তাঁর আক্ষেপ, অমিত শাহকে কিছুই বলার সুযোগ পান না তিনি৷ তবে তাঁর আতিথেয়তায় কোনও ত্রুটি ছিল না৷ বাসুদেব বলেছিলেন, আমি রেশনের চাল খেলেও অমিতজির জন্য মিনিকেট চাল কিনেছিলাম৷ এর জন্য তাঁরা কেউ সাহায্য করেননি৷ এমনকী এর পর বিজেপি’র কেউ যোগাযোগ করেননি বলেও দুঃখপ্রকাশ করেছিলেন বাসুদেব বাউল৷ ভেবেছিলেন মেয়ের উচ্চশিক্ষার কথা বলবেন, সেই সুযোগও পাননি৷ কিন্তু এর পরেই তাঁর পাশে দাঁড়ায় তৃণমূল৷  

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =