ফের বারাকপুরে গোষ্ঠী দ্বন্দ্ব! দলের ছেলেদের হাতেই প্রহৃত পদ্মত্যাগী রাজের অনুগামী!

ফের বারাকপুরে গোষ্ঠী দ্বন্দ্ব! দলের ছেলেদের হাতেই প্রহৃত পদ্মত্যাগী রাজের অনুগামী!

কলকাতা: ব্যারাকপুরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর হাত ধরে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনিল রজক৷ অভিযোগ, এরপরই এলাকার তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত হন তিনি৷ হামলার জেরে গুরুতর জখম অনিল রজককে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

জানা গিয়েছে, অনিল রজক মনীষ শুক্লা, বিশাল যাদবের অনুগামী বলে পরিচিত। এই দুজনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। প্রথমে ২০০৯ সাল থেকে তৃণমূল, তারপর ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি আবার সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় অনিল। জখম অনিলের দাদার অভিযোগ, রবিবার রাতে বন্ধুর দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যারাকপুর শান্তিবাজারে সন্তোষ জয়সওয়াল তার দলবল নিয়ে চড়াও হয়।

অভিযোগ, ওই তৃণমূল নেতাকে ইট-রড-বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়৷ এরপর তিনটে হাসপাতাল ঘুরে বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের পক্ষ থেকে টিটাগড় থানায় অভিযোগ করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানান তাঁর দাদা। এর আগেও একাধিক বার তার ভাইয়ের উপর আক্রমণ হয়েছে বলে অভিযোগ। বিজেপি এই ঘটনাকে নব্য তৃণমূল বনাম পুরানো তৃণমূলের লড়াই বলে আখ্যা দিয়েছে। যদিও অভিযুক্ত সন্তোষ জয়সওয়ালের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে ঘটনাটিকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =