কাউন্সিলরের দেখা নেই! বাঁশদ্রোণীতে ওসিকে কাদা জলে আটকে রাখল জনগণ

Banshdroni Mahalaya incident বাঁশদ্রোণী: মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে ঘটে গিয়েছে অঘটন৷ জিসিবি’র ধাক্কায় মৃত্যু হয় এক নবন শ্রেণির পড়ুয়ার৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা৷…

Banshdroni Mahalaya incident

Banshdroni Mahalaya incident

বাঁশদ্রোণী: মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে ঘটে গিয়েছে অঘটন৷ জিসিবি’র ধাক্কায় মৃত্যু হয় এক নবন শ্রেণির পড়ুয়ার৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা৷ এখনও এসে পৌঁছননি কাউন্সিলর৷ তবে ঘটনাস্থলে রয়েছেন ওসি৷ তিনি অকুস্থলে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়৷  পাটুলি থানার ওসিকে কাদা জলে নামিয়ে দেন স্থানীয়েরা। সেখানেই তাঁকে আটকে রাখা হয়৷ রাস্তার বেহাল দশা বোঝাতেই এই কাণ্ড করা হয় তাঁর সঙ্গে৷ ওসিকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ৷ খানিক পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওসিকে উদ্ধার করে। (Banshdroni Mahalaya incident)

 

নতুন করে অশান্তি Banshdroni Mahalaya incident

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিক্ষোভ চলার সময় তাঁদের উপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। তারই মধ্যে বাসিন্দাদের দাবি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে দেখা না করে তাঁরা বিক্ষোভ থামাবেন না৷ এদিকে, দুপুর গড়িয়ে গেলেও কাউন্সিলরের দেখা মেলেনি৷

 

Bengal: Tragic incident in Banshdroni on Mahalaya morning as a student dies in a JCB accident. The event sparked local protests, with residents demanding action from the councilor. Police intervention followed. Read more on the unfolding situation and community response.