‘দু-পয়সার সাংবাদিক’ মন্তব্যের জের, সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল আদালত

‘দু-পয়সার সাংবাদিক’ মন্তব্যের জের, সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল আদালত

কলকাতা:  নদিয়ার গয়েশপুরে তৃণমূলের কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের ‘দু’পয়সার সাংবাদিক’ বলে চরম অপমান করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র৷ যা নিয়ে তীব্র বিতর্ক হয়৷ ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কটুক্তির প্রতিবাদে সোচ্চার হন বিশিষ্টজনেরা৷  সেই মানহানিকর বক্তব্যের জেরে এবার মহুয়া মৈত্রকে সমন পাঠাল আদালত। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আইনজীবী সুরজিৎ রায়চৌধুরীর আবেদন নিয়ে সোমবার সমন ইস্যু করা হয়৷ সমন পাঠান ব্যাঙ্কশাল আদালতের ১০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই মামলায় আগামী ১৪ জুলাই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- বর্ষার প্রবেশে উত্তরে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণে বৃষ্টি কবে?

২০২০ সালের ৭ ডিসেম্বরের ঘটনা৷ নদিয়ার গয়েশপুরে একটি সভা থেকে জনসমক্ষে ‘দুই পয়সার সাংবাদিক’ বলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ তাঁর সেই মন্তব্য যথেষ্ট মানহানিকর এবং অপমানজনক উল্লেখ করে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলে আইনি নোটিস পাঠান আইনজীবী সুরজিৎ রায় চৌধুরী ও অজিৎ কুমার মিশ্র। আইনজীবীরা জানান, এহেন মানহানিকর ও অসম্মানজনক বক্তব্য সত্ত্বেও  তিনি এক বারের জন্যেও ক্ষমা চাননি। উপরন্তু আরও বিষোদগার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই সাংসদের বিরুদ্ধে এবার তাঁরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন৷

সেই সময় গয়েশপুরে দলীয় কর্মীদের নিয়ে মহুয়ার বৈঠকে সেই বিস্ফোরক মন্তব্যের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারই মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি সাংবাদিকদের মোবাইল ক্যামেরায় ভিডিয়ো করতে বারণ করছেন। এক সাংবাদিককে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলেন সাংসদ। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে সংবাদমাধ্যমকে ‘দু’পয়সার সাংবাদিক’ বলে কটাক্ষ করতে শোনা যায় মহুয়া মৈত্রকে৷