একদিনের ইডি হেফাজত অর্পিতার, সোমবার তোলা হবে বিশেষ আদালতে

একদিনের ইডি হেফাজত অর্পিতার, সোমবার তোলা হবে বিশেষ আদালতে

ef666a81dd914426a26095bf6a911edd

কলকাতা: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন দুপুরে ব্যাঙ্কশাল আদালতে অর্পিতাকে পেশ করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে তাকে ১৪ দিনে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। কিন্তু পরিশেষে রায়দান স্থগিত রাখে আদালত। আপাতত আজ অর্থাৎ রবিবার ইডি হেফাজতেই থাকবেন অর্পিতা। এরপর আগামীকাল অর্থাৎ সোমবার তাকে বিশেষ ইডি আদালতে তোলা হবে জানা গিয়েছে।

জানা যাচ্ছে আদালতে এদিন ইডির আইনজীবী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারই বেআইনি টাকার সামান্য কিছু অংশ উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। তাঁর কথায়, এটি হিমশৈলের চুড়া মাত্র। তদন্ত করলে এমন অনেক অর্থ সামনে আসবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী। এর সঙ্গেই ইডির তরফে দাবি জানানো হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় এমন এক সূত্র যে সূত্র ধরে এগোতে পারলে বাকি লেনদেনের সূত্রও পাওয়া যাবে। মূলত সেই কারণেই তার ১৪ দিনের হেফাজতের দাবি করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। একই সঙ্গে জানা যাচ্ছে এদিন আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে যে জিনিস উদ্ধার হয়েছে তার তালিকাও জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় যেমন ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকার উল্লেখ রয়েছে তেমনি ৭৮ লক্ষ টাকার গয়না এবং কয়েক লক্ষ টাকার বিদেশী মুদ্রার উল্লেখ রয়েছে। এছাড়াও অর্পিতার নামে বিপুল সম্পত্তির যে তথ্য পাওয়া গিয়েছে তাও এদিন আদালতকে জানিয়েছেন ইডি আধিকারিকরা।

 উল্লেখ্য গত শুক্রবার রাতে পার্থঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই বেণজিরভাবে বস্তা বস্তা টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। সেই টাকার উৎসের সন্ধানে শনিবার বিকেলে অর্পিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপর দুবার মেডিক্যাল টেস্টের পরে রবিবার দুপুরে তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *