কলকাতা: উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য আবেদন করলেও বিভিন্ন কারণ দেখিয়ে ব্যাংক যে সব আবেদন বাতিল করে দিচ্ছে তার কারণ খুঁজতে রাজ্য সরকার জেলাস্তরে একটি কমিটি গঠন করেছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বাতিল করে দেওয়া আবেদনগুলি খতিয়ে দেখে ব্যাংকের দেখানো কারণের সঙ্গে একমত না হলে এই কমিটি সেই আবেদনগুলি পুনর্বিবেচনার জন্য ব্যাংকে পাঠাতে পারবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই দিকে আবেদনের প্রায় ২৫ শতাংশ আবেদনপত্র বিভিন্ন কারণ দেখিয়ে একাধিক ব্যাংক ফিরিয়ে দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রায় ২ হাজার ৩০০ জন পড়ুয়াকে এই কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া সম্ভব হয়েছে। এর আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরও কয়েকটি সরকারি প্রকল্পে বিভিন্ন বেসরকারি ব্যাংক সহযোগিতা করছে না বলে রাজ্য সরকার অসন্তোষ প্রকাশ করেছিল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মূলত এই ধরনের কয়েকটি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠকও করেন।
কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় ঋণের আবেদন এবং প্রাপ্তির পরিমাণ আরো অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ জুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন। দশম শ্রেণির পর থেকে উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করার সুযোগ পাচ্ছেন।