কলকাতা: গত ৮ এবং ৯ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালন করেন কর্মচারী ও অফিসাররা। কিন্তু এরাজ্যে সেই ধর্মঘটে শাসকদল ও পুলিশি হেনস্তার অভিযোগ তুলে আজ, শুক্রবার প্রতিবাদ দিবস পালন করবেন ব্যাঙ্ককর্মীরা। তবে ব্যাঙ্কের কাজকর্ম ও গ্রাহক পরিষেবায় কোনও বিঘ্ন হবে না বলেই জানিয়েছেন তাঁরা।
কালো ব্যাজ পরে ব্যাঙ্ক শাখায়, অফিসে এবং এটিএমে কাজে যোগ দেবেন। ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেন নাগর বলেন, ধর্মঘটে যাওয়ায় ব্যাঙ্ককর্মীদের এরাজ্যে যেভাবে হেনস্তা ও নিগ্রহ করা হয়েছে, তা নজিরবিহীন। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের মোট ১১জন কর্মীকে আটক করে পুলিশ। জেলায় জেলায় ব্যাঙ্ক শাখা থেকে অবস্থানরত কর্মীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে শাসকদলের কর্মীরা। কোথাও দলীয় জেলা সভাপতি দাঁড়িয়ে থেকে উস্কানি দিতে থাকেন ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে। ছেঁড়া হয় ব্যানার ফেস্টুন। এরই প্রতিবাদে তাঁরা আজ প্রতিবাদ দিবস পালন করবেন, জানিয়েছেন রাজেনবাবু।