কোথায় যেত গরু পাচারের টাকা? জানতে বীরভূমের ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের ডাকল CBI

কোথায় যেত গরু পাচারের টাকা? জানতে বীরভূমের ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের ডাকল CBI

4d4dafe299d5b48763430f00a99ad27e

বোলপুর:  গরু পাচার মামলায় বেশ তৎপর সিবিআই৷ গরু পাচারের বিপুল টাকা কোথায় কোথায় যেত, তা জানতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সোমবার দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের৷ 

আরও পড়ুন- ভোজনরসিক বাঙালির জন্য সুখবর! পুজোর আগেই টন টন পদ্মার ইলিশ আসছে ভারতে

এদিন সকাল সকাল সিউড়ি এবং বোলপুর থেকে ওই চার ব্যাঙ্কের আধিকারিকরা কলকাতায় এসে পৌঁছন৷ সূত্রের খবর, গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ ছাড়াও এই সকল অ্যাকাউন্টগুলিতে কোথা থেকে টাকা এসেছে, সেই টাকা কোথাও বিনিয়োগ করা হয়েছে, সেই তথ্যও জানতে চাওয়া হতে পারে তার ব্যাঙ্ক কর্তার কাছে৷ মূলত গরু পাচারের বিপুল অর্থ কোন কোন অ্যাকাউন্টে জমা পড়েছে, কারা এর সঙ্গে যুক্ত, সে ব্যাপারে জানতেই ওই আধিকারিকদের তলব করা হয়েছে৷ 

ইতিমধ্যেই অনুব্রত, তাঁর মেয়ে সুকন্যা এবং অন্যান্য আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড বাজেয়াপ্ত করেছে সিবিআই৷ এই বিপুল টাকার উৎসা জানতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা৷