৭ মাসে ফিরহাদের সম্পত্তি বেড়েছে ৪৪ লক্ষ, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পত্তির পরিমাণ কত জানেন?

৭ মাসে ফিরহাদের সম্পত্তি বেড়েছে ৪৪ লক্ষ, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পত্তির পরিমাণ কত জানেন?

কলকাতা: চলতি বছর মে মাসে সম্পন্ন হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন৷ আর এই ছয় মাসের মধ্যেই সস্ত্রীক মন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যাঙ্ক ব্যালেন্স একলাফে বাড়ল ৮৮ লক্ষ টাকা৷ তবে একা ফিরহাদ হাকিম নন, সম্পত্তি বেড়েছে আরও এক তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারেরও৷ আর সম্পত্তির কথা উঠলে বলতে হয়, কলকাতা পুরভোটের আগে চর্চায় উঠে এসেছে আরও একটি নাম৷ তিনি হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে সরকারি ঋণদান

পুরভোটে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তিনি৷ তবে শুধু এটুকুই তাঁর পরিচয় নয়৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ৷ সেই কারণেই ৭৩ নম্বর ওয়ার্ড নিয়ে কৌতুহল তুঙ্গে৷ জানেন কত টাকার মালিক কাজরী? তাঁর স্থাবর সম্পত্তিই বা কত? জানলে চোখ কপালে উঠবে৷

এদিকে, বিধানসভা ভোটে বন্দর কেন্দ্র থেকে জিতে এসেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম৷ ভোটের আগে নিয়ম মেনে সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন তিনি৷ পাশাপাশি সম্পত্তির হিসেব দিয়েছিলেন যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবব্রত মজুমদার৷ বিধানসভা ভোটের ছয় মাসের মধ্যে আরও একটি নির্বাচন হতে চলেছে কলকাতায়৷ আর পুরভোটেও প্রার্থী হয়েছেন এই দুই বিধায়ক৷ নিয়ম মাফিক সম্পত্তির খতিয়ান পেশ করেছেন তাঁরা৷ আর সেই তালিকা দেখেই চক্ষু চড়কগাছ!

করোনার ধাক্কায় আম আদমির জীবন যখন বেসামাল, তখন ফিরহাদ হাকিম ও দেবব্রত মজুমদারের সম্পত্তি বেড়েছে তড়তড়িয়ে৷ কলকাতা পৌরনিগমের নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুসারে এই আট মাসে সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৯ লক্ষ টাকার বেশি৷ তাঁর স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে ৫৯  লক্ষ টাকার বেশি। মিলিত ভাবে দু’জনের সম্পত্তি বেড়েছে ৮৮ লক্ষ টাকার বেশি৷ সোনার গয়নার পরিমাণ ৮৩৪ গ্রাম৷ 

অন্যদিকে, দেবব্রত মজুমদারের নগদ বেড়েছে মাত্র ১ হাজার টাকা৷ বিধানসভা ভোটে তাঁর হাতে নগদ ছিল ২২ হাজার টাকা। পুরভোটের আগে তা বেড়ে হয়েছে ২৩  হাজার টাকা৷ তবে অস্থাবর সম্পত্তি ৪৬ লক্ষ থেকে বেড়ে ৫৭ লক্ষেরও বেশি হয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ থেকে বেড়ে ৪১ লক্ষে পৌঁছেছে৷ আর সন্তানের ব্যাঙ্ক ব্যালেন্স ৮ লক্ষ টাকা বেড়ে গিয়েছে। 

এদিকে, পুরভোটে তৃণমূলের নতুন মুখ কাজরী মুখোপাধ্যায়ের হলফনামা থেকে জানা গিয়েছে, তাঁর সম্পত্তির পরিমাণ  ৩ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ৯৯৯ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকা। হলফনামা অনুযায়ী তাঁর স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ২৪ হাজার টাকা৷ এছাড়াও কালীঘাট সংলগ্ন এলাকা, ওডিশা এবং বোলপুরে মোট ৯টি জমি রয়েছে কাজরীর নামে। অর্থাৎ কাজরী বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামীর জমি ও নগদ মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =