নজিরবিহীন বললেও কম বলা হয়৷ নিরাপত্তা ঘেরাটোপ ডিঙিয়ে পাতাল পথে মেট্রো অবরোধ কংগ্রেস শ্রমিক ইউনিয়নের৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ময়দান স্টেশনে মেট্রোয় ঢুকে বিক্ষোভ দেখান কংগ্রেসের শ্রমিক নেতারা৷ স্টেশনে দাঁড়িয়ে পতাকা নেড়ে মেট্রো বনধ করার চেষ্টা করেন তাঁরা৷ প্রায় মিনিট দু’য়েক থমকে যায় মেট্রো৷ পরে, রেল পুলিশকর্মীদের তৎপরতায় কংগ্রেস কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়৷
কিন্তু, নিরাপত্তার বাধন ভেঙে কীভাবে মেট্রো স্টেশনে ঢুকলেন অন্দোলনকারীরা? মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানান, আন্দোলনকারীরা সাধারণ যাত্রীদের মতোই টিকিট কেটে স্টেশনে ঢোকেন৷ পরে, পকেট থেকে পতাকা বার করে শুরু হয় স্লোগান৷ পরে, বিক্ষোভকারীদের বাইরে বের করে দেওয়া হয়৷ বাংলায় এর আগেও একাধিকবার বনধের ডাক দেওয়া হলেও কখনও পাতাল পথে অবরোধ করার ছবি দেখা যায়নি৷
West Bengal: Members of the Indian National Trade Union Congress (INTUC) protest inside Maidan metro station in Kolkata in support of the two-day nationwide strike called by Central Trade Unions demanding minimum wages and social security schemes among others. pic.twitter.com/NkihQZRb0M
— ANI (@ANI) January 8, 2019