খড়দার ভোট কেন্দ্রে বাংলাদেশি ভোটার, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর

খড়দার ভোট কেন্দ্রে বাংলাদেশি ভোটার, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর

 খড়দা:  খড়দায় ফের ভুয়ো ভোটারের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জয় সাহা৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, বাংলাদেশের ভোটার এসে ভোট দিচ্ছে এখানে৷ এবং সরাসরি তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জয় সাহা৷ সেই প্রেক্ষিতে নতুন করে রণক্ষেত্র হয়ে ওঠে খড়দা৷ 

আরও পড়ুন- উত্তরবঙ্গের কুমলাই নদীতে আগুন! ডাক পড়ল দমকলের! কিন্তু, ব্যাপারটা কী?

এদিকে, জয় সাহাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা৷ উতেতজনা সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ উপস্থিত রয়েছেব জয় সাহার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও৷ তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ বিজেপি’র গুণ্ডা এখানে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে৷ জয় সাহাকে সরাসরি ক্রিমিনাল বলেও উল্লেখ করেন ওই তৃণমূল কর্মী৷ তাঁর কথায়, ও জেলে ছিল৷ আসলে ও বিজেপি’র গুণ্ডা৷ এটা সবাই জানে৷ বাংলাদেশ থেকে এসে ভোট দেওয়ার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে তৃণমূল৷ এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর মারে পা ফেটে রক্তাক্ত হন এক তৃণমূল কর্মী৷ এর জন্য সরাসরি জয় সাহাকেই দোষী করেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 6 =