বনগাঁ: মাথায় পাহাড় প্রমাণ ঋণের বোঝা৷ উঠতে বসতে কাবুলিওয়ালাদের চোখ রাঙানি৷ তা এড়াতে এবার সপরিবারে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে গেল এক বাংলাদেশি পরিবার৷ জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুরে ঘটনাটি ঘটে৷ বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের জওয়ানেরা অনুপ্রবেশকারীদের পাকড়াও করে৷
বিএসএফ সূত্রের খবর, ধৃতেরা হলেন,মানিক মণ্ডল (৩২), স্ত্রী প্রিয়া মণ্ডল (২৫) এবং মেয়ে মানুশকা মণ্ডল (০৫ )। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুথা মান্দারা গ্রামের বাসিন্দা। ৯৯ ব্যাটালিয়নের কম্যান্ডিং অফিসার সঞ্জীব কুমার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার মধ্যে কিছু লোক এবং দালালরা ধরা পড়ছে। যারা আইন অনুযায়ী শাস্তি পাচ্ছে। অফিসার স্পষ্ট ভাষায় বলেন যে, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে অনুপ্রবেশ করতে দেব না।
জেরায় বিএসএফকে মানিক জানায়, সে কাপড়ের দোকান খোলার জন্য অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিল। কিন্তু দোকানে লোকসানের কারণে সে তাঁদের ঋণ শোধ করতে পারেনি। ঋণ শোধ করতে না পেরে সে পরিবার নিয়ে ভারতে আসার পরিকল্পনা করে। এরপরই সে ভারতের নদিয়া জেলার হাঁসখালি থানার মুরগাছা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল৷ আন্তর্জাতিক সীমানা পেরানোর জন্য বাংলাদেশী দালাল লিটন এবং ভারতীয় দালাল আসুদুল মণ্ডল (কালু) মধুপুর গ্রাম এর কাছ থেকে সাহায্য নেয় এবং এর জন্য সে লিটনকে ২২০০০/- টাকাও দিয়েছে বলে জওয়ানদের জানায়৷ ৯৯ ব্যাটালিয়নের কম্যান্ডিং অফিসার সঞ্জীব কুমার জানান, ধৃতকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে৷