ইলিশ কূটনীতি! ইউনূসের সঙ্গে গোপন ডিল মোদীর? বিতর্ক বাড়ছে | Bangladesh Ilish In India

মোদীর সঙ্গে কোন গোপন ডিল (Bangladesh Ilish In India Price) কলকাতা : ইলিশ কূটনীতিতে তুমুল অশান্তি বাংলাদেশের মাটিতে। মহম্মদ ইউনূসের সময়টাই খারাপ নাকি? জানেন বাংলাদেশের…

Bangladesh Ilish In India Price Availability

মোদীর সঙ্গে কোন গোপন ডিল (Bangladesh Ilish In India Price)

কলকাতা : ইলিশ কূটনীতিতে তুমুল অশান্তি বাংলাদেশের মাটিতে। মহম্মদ ইউনূসের সময়টাই খারাপ নাকি? জানেন বাংলাদেশের ইলিশ নিয়ে মোদীর সঙ্গে কোন গোপন ডিল করেছেন মহম্মদ ইউনূস?‌একটা সিদ্ধান্তের জন্যই এতোকিছু, অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে।

আলু, ডিম সব যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে। আর যা যা রপ্তানি হচ্ছে সব কিছুরই হুহু করে দাম কমছে বাংলাদেশের বাজারে। কিন্তু নিজেদের স্বার্থে ভারতে ইলিশ পাঠাতে ও বাংলাদেশের দ্বিধা দ্বন্দ্ব লেগেই রয়েছে। দীর্ঘ টালবাহানার পর ভারতে এসে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। তবে প্রথমে ৩ হাজার টন ইলিশ পাঠানোর কথা থাকলেও, পরে তা কেঁটে ছেঁটে ২ হাজার ৪২০ টনে দাঁড়িয়েছে। আর ভারতে এই ইলিশ রফতানি করেই আপাতত চরম বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতে রফতানি করা ইলিশের দাম নিয়ে ইউনুস সরকার রীতিমতো প্রশ্নের মুখে। এখন প্রশ্ন হলো বাংলাদেশ থেকে ভারতে পদ্মার ইলিশ পাঠানোর কারণে ইউনূস সরকারকে সমালোচনার মুখে পড়তে হলো কেন?
এক্ষেত্রে আদৌ কী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এর কোনো ভুল আছে?

ইউনূস
মহম্মদ ইউনুস

ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ রুপি (Price and Availability)

দেখুন, এক্ষেত্রে যেটা জানা দরকার বাংলাদেশ থেকে ভারতে প্রতি কেজি ইলিশ রফতানি করা হয়েছে বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ রুপি। অথচ, যশোরের বড় বাজার মাছের আড়তে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ রুপি। অর্থাত্‍ একই আকারের ইলিশ প্রায় ৪০০ টাকা কমে ভারতে রফতানি করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ওই আকারের ইলিশ খুচরো বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকারও বেশি দামে। তাই প্রায় ৯০০ টাকা বেশি দাম দিয়ে ইলিশ কিনতে হওয়ায় বাংলাদেশ সরকারের দিকে আঙুল তুলছে বাংলাদেশের মানুষ। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক জানিয়েছেন,

‘ইলিশ রপ্তানির পরিপত্রটা কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতি কেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে।’

আর মহম্মদ ইউনূস সদ্য ক্ষমতার চেয়ারে বসেছেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এর‌ কী আদৌ কিছু করণীয় আছে?

Ilish

এটা তো প্রথম নয়। প্রতিবছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ বছর জানিয়েছিলেন, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করা হবে না। তারপরেও নিজেদের স্বার্থে ভারতে ইলিশ পাঠিয়ে ইউনূস সরকার পড়ে গেল বিতর্কের মুখে।‌

বাংলাদেশের তরফে এদেশে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের বিরুদ্ধে সে-দেশের হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনারের বক্তব্য, ভারতের বিস্তীর্ণ সমুদ্র এলাকায় যথেষ্ট ইলিশ পাওয়া যায়। সেসব ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। তাই বাংলাদেশ থেকে ভারত যে মাছ আমদানি করে, তা মূলত পদ্মার ইলিশ। এছাড়া ভারতে অবৈধভাবেও বিরাট সংখ্যক ইলিশ ঢোকে। তার ফলে বাংলাদেশের বাসিন্দারাই পদ্মার সুস্বাদু ইলিশ পর্যাপ্ত পরিমাণে পান না। ইলিশ তাঁদের‌ই কিনতে হয় উল্টে চড়া দামে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের সামুদ্রিক ইলিশের উপরই ভরসা রাখতে হয়। অথচ, সেই মাছ পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয়। এদিকে, বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনও মাছ নয়। তাই সেই মাছ ভারতে পাঠানোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৈদেশিক মুদ্রার ভাঁড়ারের অবস্থা (Reserve of Bangladesh)

কিন্তু এটাও তো বুঝতে হবে সেদেশের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারের অবস্থা কী? সেটা সামাল দিতেই তো এই সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছে ইউনূস সরকার। কিন্তু তাতেও সবকূল একসাথে বাঁচানো গেলনা বোধহয়, অন্তত বিশেষজ্ঞদের একাংশ তেমনি মনে করছেন। তবে, একগুচ্ছ শর্ত দিয়ে হলেও বাংলাদেশের ইলিশ এপারে আসায় আপাতত পুজোর আগে স্বস্তিতে রাজ্যবাসী।

Bangladesh Ilish

আরও পড়ুন..

পুজোয় আসবে পদ্মার ইলিশ! তিন হাজার টন মাছ পাঠাচ্ছে বাংলাদেশ

দেউলিয়া বাংলাদেশ? ইউনূসকে ভরসা করাই ভুল!

World : Bangladesh Ilish In India Price – Get the latest updates on Bangladesh Ilish in India. Learn about price, availability, and popular recipes. Discover the taste of Bangladesh’s national fish in India.