নয়াদিল্লি: আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে প্রত্যেক বছরের মতো এবারও দিল্লির রাজপথে হল কুচকাওয়াজ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলার পক্ষ থেকে প্রদর্শন করা হল সবুজ সাথীর ট্যাবলো। সঙ্গে বাজলো গান ‘আমরা নতুন যৌবনের দূত’।
প্রতি বছরের মতো এবছরও দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করল ভারত। পাশাপাশি, রাজ্যগুলিতেও পালন হচ্ছে দিনটি। তবে করোনা পরিস্থিতিতে আড়ম্বরে আপস করা হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে কুচকাওয়াজের যাত্রাপথ। কমেছে দর্শক সংখ্যাও। ১ লক্ষ ১৫ হাজারের জায়গায় ২৫ হাজারের বেশি দর্শককে অনুমতি দেওয়া হয়নি। ১৫ বছরের নিচের শিশুদের এবং কো-মর্বিডিটি যুক্ত প্রবীনদেরও অনুমতি দেওয়া হয়নি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সরাসরি রাজপথে বসে দেখার জন্য।
কুচকাওয়াজে প্রতিটি রাজ্যের মত বাংলাও নিজেদের ট্যাবলোতে রাজ্যের সংস্কৃতি ও শক্তি তুলে ধরল। বাংলার ট্যাবলোর বিষয় ছিল ‘সবুজ সাথী-হুইল অফ চেঞ্জ’। রাজ্যে এক কোটিরও বেশি ছাত্র-ছাত্রীদের সাইকেল দিয়ে উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছে সরকার। এই বার্তাই বাংলা তরফ থেকে দেওয়া হল এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। সঙ্গে বাজলো ‘আমরা নতুন যৌবনের দূত’ গানও।