কলকাতা: গত ১০ মার্চ ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ২৮ কোটি ৬৮ লক্ষ হিসাব বহির্ভূত টাকা আটক করেছে আয়কর দপ্তর। রাজ্যে কোনও নির্বাচনের আগে এত বেশি টাকা অতীতে কখনও আটক হয়নি বলে রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে।
গত লোকসভা ও বিধানসভা ভোটের আগে রাজ্যে আটক হওয়া টাকার পরিমাণ ১০ কোটি টাকার মধ্যে ছিল। এখনও পর্যন্ত রাজ্যে দুই দফার ভোট হয়েছে। আরও পাঁচ দফার ভোট বাকি রয়েছে। উত্তরবঙ্গের পালা শেষ করে ভোটগ্রহণ পর্ব এবার শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যত্র ভোটে বেআইনি টাকার ব্যবহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন।