কলকাতা: সোমবার বাংলা নতুন বছর শুরু। সেই উপলক্ষে রাজ্যজুড়ে নববর্ষ উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হবে গণেশ লক্ষ্মীর পুজোর সঙ্গে হালখাতা। সেখানে খরিদ্দারদের হাতে তুলে দেওয়া হবে মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার। এদিকে, চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ শনিবার শহরের বিভিন্ন বাজারে ছিল জমজমাট ভিড়। চৈত্র সেলের জন্য শহরের জামা কাপড়ের দোকানগুলিতে ছিল ক্রেতাদের আনাগোনা। কুমোরটুলিতেও এদিন ছিল গণেশ লক্ষ্মী কেনার জন্য ব্যবসায়ীদের ভিড়।
উত্তর কলকাতার এই মৃৎশিল্পীপাড়া সংলগ্ন বনমালী সরকার স্ট্রিট, কুমোরটুলি স্ট্রিট, রবীন্দ্র সরণীতে বিভিন্ন প্রতিমা শিল্পীর ঘরে গিয়ে এদিন দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন আকারের গণেশ লক্ষ্মীর প্রতিমা। কাপড় পরানো প্রতিমার সঙ্গে রয়েছে নানা ছাঁচের ঠাকুরও। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম অনেকটাই বেশি। গত বছর মাঝারি আকারের যে গণেশ লক্ষ্মীর দাম ছিল দু’শো টাকা, এবার তা একলাফে বেড়ে হয়েছে আড়াইশো টাকা। একেবারে ছোট আকারের গণেশ লক্ষ্মী বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। আর কাপড় পরানো নানা কারুকার্য শোভিত প্রতিমার কোনওটার দাম পাঁচশো টাকা, কোনওটার দাম হাজার টাকা। তার বেশি দামেও বিক্রি হচ্ছে।