পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে নিরাপদ বাংলা

কলকাতা: পথ দুর্ঘটনায় জীবনহানির নিরিখে গোটা দেশের সাবেক মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাই এখন নিরাপদতম। ২০১৭ সালে গোটা দেশে পথ দুর্ঘটনার পরিসংখ্যান পর্যালোচনা করলে এই চমকপ্রদ তথ্যই উঠে আসছে। সেদিক থেকে বিচার করলে, এই সাফল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করছে রাজ্য প্রশাসন। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে

পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে নিরাপদ বাংলা

কলকাতা: পথ দুর্ঘটনায় জীবনহানির নিরিখে গোটা দেশের সাবেক মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাই এখন নিরাপদতম। ২০১৭ সালে গোটা দেশে পথ দুর্ঘটনার পরিসংখ্যান পর্যালোচনা করলে এই চমকপ্রদ তথ্যই উঠে আসছে। সেদিক থেকে বিচার করলে, এই সাফল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করছে রাজ্য প্রশাসন। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে কলকাতা শহরে ৩১৮টি ‘ফেটাল’ বা প্রাণঘাতী পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২৯ জনের। সেখানে দিল্লিতে ১৫৬৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮৪ জনের। তেমনই দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইতে ৪৬৭টি পথ দুর্ঘটনায় ৪৯০ জন মারা গিয়েছেন। পাশাপাশি, চেন্নাইতে ১৩১২টি পথ দুর্ঘটনায় ১৩৪৭ জনের জীবনহানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =