ভোটের উত্তাপে তপ্ত বাংলা, কমিশনের দপ্তরে বামেদের ধর্না

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের তিন ভোট কেন্দ্র। সকাল থেকেই ভোটদানে বাধা দেওয়া, ইভিএম বিকল সহ একাধিক অভিযোগ আসতে শুরু করে এই তিনটি ভোট কেন্দ্র থেকে। এবার ভোট চলাকালীন আক্রান্ত হলেন রায়গঞ্জের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে৷ একদিকে তৃণমূলী সন্ত্রাস, অন্যদিকে বামদের উপর হামবলার

c48c0cc6903336e2f0fcf067330b9c41

ভোটের উত্তাপে তপ্ত বাংলা, কমিশনের দপ্তরে বামেদের ধর্না

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের তিন ভোট কেন্দ্র। সকাল থেকেই ভোটদানে বাধা দেওয়া, ইভিএম বিকল সহ একাধিক অভিযোগ আসতে শুরু করে এই তিনটি ভোট কেন্দ্র থেকে। এবার ভোট চলাকালীন আক্রান্ত হলেন রায়গঞ্জের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে৷ একদিকে তৃণমূলী সন্ত্রাস, অন্যদিকে বামদের উপর হামবলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে ধর্না বাম নেতৃত্বের৷ অবাধ ও সুষ্ঠু ভোট করাতে ব্যর্থ কমিশন, এই অভিযোগ তুলে এবার কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বাম নেতৃত্ব৷

তাঁদের দাবি, অবিলম্বে রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে৷ তা না হলে শান্তিপূর্ণ ভোট করানো যাবে না৷ সব বুথে কেন্দ্রীয় বাহিনী ও ভোট লুট রুখতে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বাম নেতৃত্বের৷ দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। এদিন কমিশনে আসেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘অনেক জায়গায় ঘটনার অনেক পরে এসেছে বাহিনী’। তাঁর আরও অভিযোগ, যে জায়গায় প্রয়োজন সেখানে বাহিনী মোতায়েন নেই। রাজ্য সরকার শান্তিপূর্ণ নির্বাচন চাইছে না তাই রাজ্যের অফিসাররা সঠিকভাবে কাজ করছেন না বলেও তোপ দাগেন তিনি।

বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণের শুরুতেই একের পর এক গন্ডগোলের খবর আসতে শুরু করে উত্তর দিনাজপুর জেলা থেকে। ইসলামপুরে পাটাগড়ার বুথে ছাপ্পা ভোট পড়েছে খবর আসে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের কাছে। সেলিম খবর পেয়ে সেখানে ছুটে যান ইসলামপুরের উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছাতেই বুথের কাছে যাওয়ার অভিযোগে সেলিমকে বাধা দেয় দুষ্কৃতীরা। সকাল ১১ টা নাগাদ বুথ পরিদর্শনে আসলে তাকে ঘিরে ফেলা হয়।

গাড়িতে চলে ভাঙচুর। ভেঙে ফেলা হয় তার গাড়ির সামনের কাঁচ। স্থানীয় মানুষের চেষ্টায় দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত হন সেলিম। ঘটনায় রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী সেলিম পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলেছেন। বামপ্রার্থী মহম্মদ সেলিমকে আক্রমণের ঘটনায় সরাসরি আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশন এই আক্রমণের ঘটনার রিপোর্ট তলব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *