বাংলাকে ছাগলের তৃতীয় সন্তান করে রেখেছে কেন্দ্র: মমতা

গঙ্গাসাগর: সাগরে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গঙ্গাসাগরে পুলিশের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রবাদ আছে, ছাগলের তৃতীয় সন্তান৷ প্রথম ও দ্বিতীয় সন্তানকে দেখলেও বাংলাকে ছাগলের তৃতীয় সন্তান করে রেখে কেন্দ্র৷ যাতে বাংলা পিছিয়ে পড়ে৷’’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র৷ আমরা ভেবেছি, ওদের টাকা আমরাই

বাংলাকে ছাগলের তৃতীয় সন্তান করে রেখেছে কেন্দ্র: মমতা

গঙ্গাসাগর: সাগরে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গঙ্গাসাগরে পুলিশের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রবাদ আছে, ছাগলের তৃতীয় সন্তান৷ প্রথম ও দ্বিতীয় সন্তানকে দেখলেও বাংলাকে ছাগলের তৃতীয় সন্তান করে রেখে কেন্দ্র৷ যাতে বাংলা পিছিয়ে পড়ে৷’’

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র৷ আমরা ভেবেছি, ওদের টাকা আমরাই দিয়ে দেব৷ ফসল বিমার টাকা দেয় না৷ উলটে, বড় বড় কথা বলে৷ টাকা দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই৷’’ কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, ‘‘কেন্দ্রের কাজ রাজ্যকে সহযোগিতা করা৷ কিন্তু, সাহায্য করা তো দূর, রাজ্যে আগুন লাগাচ্ছে৷’’ বলেন, ‘‘বিজেপি ধর্ম-ধর্ম করছে৷ মুখে ধর্ম-ধর্ম করলেও কুম্ভ মেলায় টাকা দিলেও আমরদের গঙ্গাসাগর মেলারা জন্য এক টাকাও দেয় না কেন্দ্র৷ আমরা এই মেলার জন্য প্রচুর টাকা খরচ করেছি৷ সেতুও বানিয়ে দিয়েছি৷’’

এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে৷ টাকা দিচ্ছে না৷ উলটে টাকা কেটে নিয়ে যাচ্ছে৷ ওদের হাতে সব কিছু রয়েছে৷ রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে৷ কিন্তু, কিছুই পাচ্ছি না আমরা৷ তবুও, আমরা বাংলার উন্নয়ন করে যাচ্ছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =