নয়াদিল্লি: ফের বিপারকে রাজ্য সরকার৷ ভবিষ্যতের ভূত ছবি মুক্তি রোখার দায়ে রাজ্যের বিরুদ্ধে মোটা অংকের জরিমানার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ অবিলম্বে রাজ্য সরকারকে ২০ লক্ষ টাকা জরিমানা বাবদ অর্থ মোটাতে হবে৷
আদালতের পর্যপেক্ষণ, যেভাবে রাজ্য সরকার ছবি মুক্তি রুখতে ব্যবস্থা নিয়েছে তা বেআইনি৷ ছবি মুক্তি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়োজন ও হল মালিক৷ ফলে, অবিলম্বে জরিমানা বাবদ ২০ লক্ষ টাকা দিতে হবে৷ জরিমানার অর্থ প্রয়োজন ও হল মালিকদের মধ্যে ভাগ করা হবে৷
SC imposes a fine of Rs 20 lakh on West Bengal for obstructing the smooth screening of film ‘Bhobishyoter Bhoot’.A Bench headed by Justice DY Chandrachud directs West Bengal to give Rs20 lakh to the producer&theatre owners for violation of their rights of free speech&expression pic.twitter.com/wKEzoVmb1V
— ANI (@ANI) April 11, 2019
ভবিষ্যতের ভূত নিয়ে মামলায় আগেই অস্বস্তি পড়েছিল মমতার সরকার। এই ছবি প্রদর্শনীতে কোনও নিষেধাজ্ঞা নেই, সুপ্রিমকোর্ট রাজ্য সরকারকে সমস্ত সিনেমা হলকে এই ছবি প্রদর্শনীর জন্য চিঠি লিখে জানানোর নির্দেশ দেয়৷
রাজ্য সরকার সেই নির্দেশ পালন করল কিনা সেই সংক্রান্ত রিপোর্টও আদালতে পেশ করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ আজ, ছিল সেই মামলার পরবর্তী শুনানি৷ শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে এই বিষয়ে পুর্ণাঙ্গ রিপোর্ট দেয় বলেও খবর৷ এদিন রাজ্য সরকারের কৌঁশুলির উদ্দেশ্যে সুপ্রিমকোর্টের বিচারপতি বলেন ‘চিন্তার স্বাধীনতা যেন বাধাপ্রাপ্ত না হয়, ফুল ফুটুক বাংলায়।’