‘পিএম কিসান’ প্রকল্পে ফের বঞ্চিত বাংলা, এক বছরেও মিলল না সুবিধা

‘পিএম কিসান’ প্রকল্পে ফের বঞ্চিত বাংলা, এক বছরেও মিলল না সুবিধা

কলকাতা: সোমবার এক বছর পূর্ণ হল কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি বা  ‘পিএম কিসান’ প্রকল্পের। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৫০,৮৫০ কোটি টাকা বণ্টন করা হয়েছে। কিন্তু এই প্রকল্পে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ। ফলে প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিতই থাকছেন রাজ্যের কৃষকেরা।
 
গত ২০১৯-এর ২৪ ফেব্রুয়ারি পিএম কিসান প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি অনুষ্ঠানে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিবছর ৬,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়। তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এ ক্ষেত্রে সরকারি বরাদ্দ পাওয়ার জন্য কিছু মাপকাঠি মেনে চলতে হয়।২০১৫-১৬ সালের কৃষি শুমারি অনুসারে দেশের প্রায় ১৪ কোটি কৃষককে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৮.৪৬ কোটি কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সূত্রে খবর।
এই প্রকল্পটিতে প্রাথমিক ভাবে সারাদেশের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে এমন পরিবারই প্রকল্পের আওতাভুক্ত হয়। তবে পরবর্তী সময়ে দেশের সমস্ত কৃষক পরিবারকে প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু নিয়ম শিথিল করা হয়।

এই প্রকল্পে অংশ না নেওয়ার জন্য অবশ্য এরাজ্যের তরফে কারণ দর্শানো হয়েছে। রাজ্যের কৃষিকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকার ‘কৃষকবন্ধু’ নামে নিজেদের একটি প্রকল্প চালায়।কৃষকবন্ধু প্রকল্পে প্রতি বছর দু’বার চাষের জন্য, প্রতি একর জমিতে কৃষকেরা মোট ৫ হাজার টাকা করে পান। আড়াই হাজার করে দুই কিস্তিতে ওই টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।কিন্তু পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় প্রকল্পটিতে শামিল না হওয়ায় একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। মন্ত্রী প্রকাশ জাভড়েকর কয়েক দিন আগেই বলেছেন, ”পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের জেরে বঞ্চিত হবেন রাজ্যের কৃষকরা।”  

চলতি কেন্দ্রীয় বাজেটে কৃষকদের হাতে বাড়তি অর্থ দিতে ১৫ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ঋণের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, যাঁরা পিএম কিসান প্রকল্পে টাকা পেয়েছেন, তাঁরা এই ক্ষুদ্র ঋণ পাবেন। এ ক্ষেত্রে প্রকল্পে যোগ না দেওয়া পশ্চিমবঙ্গের কৃষকেরা  ঋণ পাবেন না। রাজ্যের কৃষকদের এই বঞ্চনার দায় কার স্বাভাবিক ভাবেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের অন্ধ কেন্দ্র বিরোধিতার কারণেই এরাজ্যের কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *