আগামীর জন্য বৈদ্যুতিন গাড়ি বানাচ্ছেন বঙ্গতনয়া আত্রেয়ী

আগামীর জন্য বৈদ্যুতিন গাড়ি বানাচ্ছেন বঙ্গতনয়া আত্রেয়ী

9fa652158a98d7ae1421296a9d38321e

কলকাতা: বঙ্গ তনয়া আত্রেয়ী দাস মহাপাত্র৷ বর্তমানে ইতালির তোরিনো শহরে ফিয়াট-ক্রাইসলার অটোমোবাইলসের রিসার্চ কনসালটান্ট তিনি। বিদেশের মাটিতে বসেই ভবিষ্যতে গাড়ির স্বয়ংক্রিয় বৈদ্যুতিকীকরণের জন্য যে বৈদ্যুতিক মোটর দরকার, তার জন্য স্থায়ী চুম্বকের নকশা তৈরি করছেন আত্রেয়ী৷ এছাড়াও ফেটাল অ্যলকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার রোগের ওষুধ তৈরির সঙ্গেও জড়িত বাংলার এই মেধাবী ছাত্রী৷ 

আরও পড়ুন- নবান্নের কোষাগারে সাইবার হানা রুখতে তীক্ষ্ণ হচ্ছে নজরদারি, আসছে নয়া প্রযুক্তি

বিশ্ব জলবায়ু পরিবর্তনের নেপথ্যে অন্যতম ‘খলনায়ক’ গ্রিনহাউস গ্যাস৷ এই গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমানো না গেলে সঙ্কটে পড়তে হবে মানব জাতিকে৷ মানুষের জীবন যাত্রায় বদল আর প্রযুক্তির মাধ্যমে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো সম্ভব৷ যেমন জীবাশ্ম-জ্বালানি থেকে নির্গত শক্তির তুলনায় সৌর এবং বায়ুশক্তি অনেক কম ব্যয়বহুল। সেই বিকল্প শক্তিরই ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।  জীবাশ্ম জ্বালানির বদলে গাড়ির বাজারেও তাই জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিন গাড়ি৷ এর জন্য প্রয়োজন অতি উচ্চমাত্রায় দক্ষ বৈদ্যুতিক মেশিন, যা এই ধরনের গাড়িতে গতি সঞ্চার করবে৷ ভবিষ্যতে গাড়ির স্বয়ংক্রিয় বৈদ্যুতিকীকরণের জন্য যে বৈদ্যুতিক মোটর দরকার হবে, তার জন্য স্থায়ী চুম্বকের নকশাই তৈরি করছেন বঙ্গতনয়া আত্রেয়ী দাস মহাপাত্র৷ উন্নত কম্পিউটার মডেলিং টেকনিকের সাহায্যে বিশেষ ধরনের খনিজ রেয়ার-আর্থ ব্যবহার করে তিনি নতুন আকৃতির স্থায়ী চুম্বক আবিষ্কারের কাজ করছেন। 

আরও পড়ুন- করোনায় প্রাণ গেল লালবাজারের ওসি’র, আক্রান্ত পুলিশ কমিশনার!

এর আগে আমেরিকার মেটেরিয়ালস জেনোম ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আত্রেয়ী। কোনও হাইপারসনিক রকেট বা মহাকাশযান যখন পৃথিবীর কক্ষপথে পুনঃপ্রবেশ করে, তখন তাকে তীব্র উত্তাপের হাত থেকে রক্ষা করতে হয়। এবং এক্ষেত্রে তাপ নিরোধক আবরণ হিসাবে কাজ করতে পারে আল্ট্রা হাই টেম্পারেচার সিরামিকস (ইউটিএইচসি)। আত্রেয়ী তাঁর গবেষণার ভিত্তিতে জানান, অক্সিডাইজেসনের জেরে তৈরি হওয়া এই তীব্র উত্তাপ থেকে মহাকাশযানকে রক্ষা করতে তার গায়ে যে সিলিকা গ্লাসের আস্তরণ দেওয়া হয়, তাতে সিলিকন নাইট্রাইড যোগ করা যেতে পারে। তাহলে কোনও কারণে অক্সিডাইজেসনের সময় মহাকাশযানের তাপ নিরোধক মূল আস্তরণে ফাটল ধরলে সিলিকা গ্লাস গলে গিয়ে ওই ফাটল বুজিয়ে দিতে পারবে। 

আরও পড়ুন- ২৫ টাকায় আলু বেচবে রাজ্য, ৫ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন আত্রেয়ী৷  জন্মগত বিরল রোগ ‘ফেটাল অ্যলকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার’, যাকে আমরা অটিজম বলে থাকি, সেই রোগের ওষুধ আবিষ্কারের গবেষণাও করছেন তিনি৷ আত্রেয়ী হুগলী ডানকুনির বাসিন্দা৷ পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে৷ রসায়নে স্নাতক ডিগ্রি করার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করেন। পরে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে পিএইডি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *