নিজস্ব প্রতিনিধি, বারাসত: জলের সাহায্যে আগুন নেভানো হয়। কিন্তু জলে আগুন ধরে যায় এমন ঘটনা বিরল। আর এমনই এক বিরল ঘটনার সাক্ষী এখন উত্তর ২৪ পরগনা বনগাঁর গঙ্গানন্দপুরের বাসিন্দারা। গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কল্যাণপুরে নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়ির সংলগ্ন জায়গায় একটি নলকূপ বসানোর জন্য গর্ত খুঁড়তে গিয়েই যত বিপত্তি।
নলকূপের জন্য গর্ত খোঁড়ার কাজ শুরু হওয়ার পর কিছুটা গর্ত খুঁড়তেই দেখা যায় তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বেরিয়ে আসছে। ফলে নলকূপের জায়গা পরিবর্তন করতে হয়। নলকূপটি অন্য জায়গায় বসানো হয় l কিন্তু আগে যেখানে নলকূপের গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছিল সেই গর্তের জল টগবগ করে ফোটার মত আওয়াজও শুনতে পান নারায়ন বাবুর পরিবারের সদস্যরা। দেখা যায় ওই গর্তের জল সত্যিই ফুটছে। এরপর পাটকাঠিতে আগুন ধরিয়ে সেই জলের সামনে ধরতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখা যায় ওই জলে আগুন ধরে যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্য সহ স্থানীয়রাও। খবর দেওয়া হয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে l ঘটনার সত্যতা যাচাই করতে নারায়ন বাবুর বাড়িতে পৌঁছে যান পঞ্চায়েত প্রধান জাফর আলী মন্ডল।
এরপর বিডিও, এসডিও থেকে শুরু করে স্থানীয় গোপালনগর থানার পুলিশকেও জানান হয় এই ঘটনার কথা l ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয় l এই ঘটনার জেরে শুধু ওই বাড়ির সদস্যরাই নন আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারাও l
গঙ্গানন্দপুর পঞ্চায়েত প্রধান জাফর আলী মণ্ডল জানিয়েছেন, নলকূপের পুরনো গর্ত থেকে জল ফুটছে সেটা সবাই দেখেছেন এবং পাটকাঠির আগায় আগুন দিয়ে গর্তের মুখে ধরলেই আগুন জ্বলছে৷ কীকারণে এই ঘটনা ঘটছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারিভাবে সঠিক তথ্য জানার জন্য৷