গণনার নির্দেশিকা নিয়ে ধোঁয়াশায় বঙ্গ বিজেপি, সরব তৃণমূল

গণনার নির্দেশিকা নিয়ে ধোঁয়াশায় বঙ্গ বিজেপি, সরব তৃণমূল

কলকাতা: গণনার নির্দেশিকা সুস্পষ্ট নয়৷ কমিশনে অভিযোগ জানালো বিজেপি৷ আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিশির বাজরিয়া৷ তিনি জানান, নির্দেশিকায় বেশ কিছু বয়ান সুস্পষ্ট নয়৷ সেগুলি বিষদে জানানো হক৷ এতে গণানার দিন বিভ্রান্তি ছড়াবে না রাজনৈতিক দলগুলির মধ্যে৷ এদিন সাংসদ অর্জুন সিং উপস্থিত ছিলেন৷

অষ্টম দফায় এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানালেন শিশির৷ তাঁর কথায়, কেন্দ্রীয় বাহিনী গোটা ভোটে খুব ভালো কাজ করেছে৷ তবে একটি মাত্র বিধানসভা কেন্দ্রে যে ঘটনা ঘটে গিয়েছে, সেটা কালো অক্ষরে লেখা থাকবে৷ সেটা কেউ ভুলতে পারবে না৷ শীতলকুচিতে একদিনে দুটি পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷  কিন্তু এই ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলেই মত তাঁর৷ বাজোরিয়া, আজ কলকাতায় তিন চার জায়গায় এবং বীরভূমে কিছু অশান্তি হয়েছে৷ তবে এটা বড় কোনও ঘটনা নয়৷ যখনই যা হয়েছে আমাদের কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশন ও যাঁদের যাঁদের খবর দেওয়ার প্রয়োজন ছিল, খবর পাঠানো হয়েছে৷ নির্দিষ্ট এলাকায় জেনারেল অবজার্ভার ও পুলিশ অবজার্ভারকে সূচিত করা হয়েছে৷ খবর পেয়ে অবিবম্বে পৌঁছেছে কিউআরটি টিম৷ কিছু জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে, তবে মোটের উপর ভোট ঠিকঠাক হয়েছে৷  

রাজ্যে শেষ দফার ভোট চলাকালীন নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ভোট শেষে করোনা পরিস্থিতিতে গণনা নিয়ে কমিশনে গেল রাজ্যের শাসক দল। গণনা চলাকালীন কমিশনের নয়া নিয়মাবলী নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি জানালেন, “আমরা পোস্টাল ব্যালটের ভোট গণনা আগে করতে বলেছিলাম। এই নিয়ে কমিশন থেকে মৌখিক নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে।”

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে চলছে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচন হচ্ছে ৪ জেলার ৩৫টি বিধানসভা কেন্দ্রে। প্রত্যাশামতোই বারবার উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। এরই মাঝে গণনার নিয়মকানুন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। এই দলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য্য। কমিশনের দফতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূলের নেতারা। সৌগত রায় জানালেন, “নতুন একটা নির্দেশ দিয়েছে। গণনার আগে পোলিং অফিসার ও কাউন্টিং এজেন্টদের কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এই নিয়ে আমরা জানিয়েছি কাউন্টিং এজেন্টদের পরীক্ষা করা হচ্ছে। কিন্তু পোলিং অফিসারদের পরীক্ষা করার মতো ব্যবস্থা নেই। তাই ওরা জানিয়েছে, কমিশন থেকে জেলাশাসক দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সকলের পরীক্ষার ব্যবস্থা করার জন্য। প্রয়োজন হলে গণনা কেন্দ্রে সামনেও পরীক্ষার ব্যবস্থা করা যাবে। কমিশনের তরফে, ৩০ শতাংশ বহিরাগত কাউন্টিং এজেন্টের তালিকা জমা দিতে বলা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *