সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশন, যাচ্ছেন রাজ্যপালও, ১৪৪-এর মধ্যেই ধর্মঘট সিপিএম-এর

সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশন, যাচ্ছেন রাজ্যপালও, ১৪৪-এর মধ্যেই ধর্মঘট সিপিএম-এর

কলকাতা: শাহজাহান শেখ, শিবু সর্দার, উত্তম হাজরাদের গ্রেফতারির দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তাল সন্দেশখালি৷ দফায় দফায় চলছে বিক্ষোভ৷ সেই সূত্র ধরেই রবিবার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার করা হয় সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল থেকেই যার প্রভাব পড়তে শুরু করেছে। শুনশান গোটা সন্দেশখালি৷ গুটি কয়েক দোকানপাট ছাড়া প্রায় সবকিছুই বন্ধ৷ ফেরঘাটে নৌকা পারাপার করছে ঠিকই, কিন্তু যাত্রীসংখ্যা নামমাত্র৷  

এরই মধ্যে সন্দেশখালি পৌঁছেছে রাজ্য মহিলা কমিশন৷ সেখানে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি নিজে গোটা এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আবার, সকাল সকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসও রওনা দিয়েছেন সন্দেশখালির উদ্দেশে।

পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে সন্দেশখালির কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে কোনও জমায়েত করা যাবে না। রাস্তাঘাট ফাঁকাই থাকছে৷ এর উপর বন্ধ ডাকায় থমথমে সন্দেশখালি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *