দুধের সর ক্যানভাস! তাতে ৮ মনীষীর ছবি এঁকে রেকর্ড গড়ল বালুরঘাটের জাহ্নবী

দুধের সর ক্যানভাস! তাতে ৮ মনীষীর ছবি এঁকে রেকর্ড গড়ল বালুরঘাটের জাহ্নবী

বালুরঘাট: একমনে তুলির টান৷ তাতেই ফুটে উঠছে নানা মনীষীর ছবি৷ তবে এখানে ক্যানভাস কাগজের নয়৷ এখানে ক্যানভাস দুধের সর৷ কী অবাক হচ্ছেন তো? হুম৷ এমনই বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েই ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভুক্ত করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রথম বর্ষের কলেজ ছাত্রী জাহ্নবী বসাক৷ জাহ্নবী জানিয়েছে, লকডাউন চলাকালীন নিজের এই প্রতিভার পরিচয় পায় জাহ্নবী৷ লকডাউনে অলস সময়কে কাজে লাগাতে জাহ্নবী আঁকাকেই বেছে নিয়েছিল।  এরপর একদিন এরকমই আঁকার সময় তাঁর মা দুধ খেতে দিলে দুধ খেতে ভুলে যায় সে৷ ঠাণ্ডা সেই দুধে সর পড়ে যায়। আর সেই দুধের সরের ওপর আঁকার চেষ্টা করে জাহ্নবী। প্রথম চেষ্টাতেই আসে সাফল্য৷ দুধের সরই হয়ে ওঠে জাহ্নবীর ক্যানভাস৷ তাতেই আটজন মনীষীর ছবি আঁকে সে৷ তাতে ছিল নেতাজি, ভগত সিং, লক্ষীবাঈ, বালগঙ্গাধর তিলকদের ছবি৷ 

বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরের সুভাষ কর্নার এলাকার এই কলেজ ছাত্রীর এই অভাবনীয় কৃতিত্ব বিস্ময় সৃষ্টি করেছে শহরে। দুধের স্বরের ওপর আঁকার পর জাহ্নবী ইন্ডিয়া বুক অব রেকর্ডে তার নাম নথিভুক্ত করবার চেষ্টা চালায়৷ সেই চেষ্টা সফল হয়৷ ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম ওঠে জাহ্নবী বসাকের৷ তাঁর এই মেধায় স্বভাবতই খুশি ছাত্রীর পরিবার ও পরিজনেরা৷ জাহ্নবী মা জানিয়েছেন, ছেলেমেয়েরা ভালো কিছু করলে বাবা মায়ের তো ভালোই লাগে৷ 

আরও এগিয়ে যাক জাহ্নবী৷ নিজের মেধা সে তুলে ধরুক আরও উচ্চ পর্যায়ে৷ এমনটাই চায় তার পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =