বালিগঞ্জে বুথে বুথে ভুয়ো ভোটার, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

বালিগঞ্জে বুথে বুথে ভুয়ো ভোটার, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

147366467b75bbbcec9321a42ecae231

কলকাতা: উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বালিগঞ্জে৷ বালিগঞ্জ নির্বাচনী কেন্দ্রের ১৩৪ এবং ১৯৯ নম্বর বুথে ইভিএম মেশিনে সমস্যা দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন ইভিএম মেশিন এনে লাগানো হয়। ইভিএম বদলের সময়টুকু ভোটগ্রহণ বন্ধ রাখা হয়৷ এরই মধ্যে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ৷ বালিগঞ্জের বিভিন্ন বুথে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। লরেটো ডে স্কুলের ৫৯ নম্বর বুথ-সহ একধিক বুথে ছাপ্পা ভোট পড়েছে বলে অভিযোগ বিজেপি’র।

আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী! বড় অভিযোগ আনল তৃণমূল

বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে কেয়া ঘোষের লড়াই খুব একটা সহজ হবে না বলেই ধরে নিয়েছে বিজেপি শিবির৷ তবে আসানসোল নিয়ে আশাবাদী গেরুয়া শিবির৷ এই কেন্দ্রে গেরুয়া প্রার্থী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ তাঁর হয়ে প্রচার করেছেন রাজ্যের সব নেতাই। অন্য দিকে, দুই কেন্দ্রেই রয়েছে তৃণমূলের তারকা প্রার্থী। বালিগঞ্জে দাঁড়িয়েছেন প্রাক্তন সাংসদ তথা  সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে আসানসোলের প্রার্থী অভিনেতা ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিন্হার। দুই আসনেই জয়ের ব্যাপারে নিশ্চিত শাসক শিবির৷