পুরুলিয়া: পঞ্চায়েত ভোট শেষ, কিন্তু নানাবিধ ঘটনা এখনও তাজ্জব করছে সকলকে। হুগলির জঙ্গিপারায় রাস্তায় ব্যালট পেপার উদ্ধার হয়েছিল। এবার সেই একই রকম ঘটনা ঘটল পুরুলিয়ায়। জেলার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ ব্যালট পেপার। এই ঘটনায় স্থানীয় সিপিএমের নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এলাকার সাধারণ মানুষও এই ঘটনায় বিস্মিত। কী ভাবে এই ব্যালট উদ্ধার হল তা জানতে চান তারা।
হুগলির জঙ্গিপারার ঘটনা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। তাই পুরুলিয়ার ঘটনা নিয়েও যে চাঞ্চল্য ছড়াবে তা আন্দাজ করাই গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাঁতুড়ির মুরাড্ডির এসআরবিপি হাই স্কুলের পাশ থেকে এই ব্যালট পেপার উদ্ধার হয়েছে, যেখানে ভোট সিপিএমে পড়েছে বলে দেখা যাচ্ছে। তাই নতুন করে সংশয় তৈরি হয়েছে এলাকায়। সাঁতুড়ি ব্লকের সবক’টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জিতেছে। আর ব্যালট উদ্ধার হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ছাপ্পার প্রসঙ্গ টেনে আনছে।
বিডিওর অফিসে ব্যাপক বিক্ষোভের জেরে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিডিও অফিসের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিডিও নিজে জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওপর মহল থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী কাজ হবে।