বালি-হাওড়া পুরসভার পৃথকীকরণে সিলমোহর রাজ্যপালের! আদালতে নথি পেশ রাজ্যের

বালি-হাওড়া পুরসভার পৃথকীকরণে সিলমোহর রাজ্যপালের! আদালতে নথি পেশ রাজ্যের

কলকাতা:  অবশেষে হাওড়া ও বালি পুরসভা নিয়ে  জট কাটল৷  হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে স্বাক্ষর করলেন  রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আদালতে এই সংক্রান্ত নথি পেশ করে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল৷  

আরও পড়ুন- বাকি পুরসভাগুলির ভোট কবে? আদালতে হলফনামা দিয়ে জানাল কমিশন

প্রসঙ্গত, হাওড়া পুরনিগম থেকে  ও বালিকে পৃথক করে পৃথক পুরসভা করার সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা৷ ২০১১ সালের আগেও বালি ও হাওড়া দুটি পৃথক ছিল৷ তৃণমূল ক্ষমতার আসার পর হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভাকে৷ এবং ২০১৫-র জুলাই মাসে বালি পুরসভা অস্তিত্ব খুইয়ে তা হাওড়া পুরনিগমের আওতায় চলে আসে৷ ২০২১-এ ফের আলাদা করে দেওয়া হল হাওড়া ও বালিকে৷ কিন্তু পুরভোটের আগে এই পৃথকীকরণ নিয়ে গোল বাধে৷ হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১-এ সই না করে ঝুলিয়ে রাখেন রাজ্যপাল৷ হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে পৃথক করার যে বিল রাজভবনে পড়েছিল এতদিন পর তাতে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ ফলে হাওড়া ও বালির ভোট নিয়েও আর জটিলতা থাকল না৷ 

হাওড়া পুরনিগমে মোট ৫০টি ওয়ার্ড ছিল৷ ২০১৫ সালে হাওড়া পুরনিগমের সঙ্গে বালি যুক্ত হওয়ার পর ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৬৬৷ হাওড়া ও বালি পুরসভার সংযুক্তি নিয়ে সেই সময় তুমুল বিক্ষোভ হয়েছিল৷ বালি পুরসভা পৃথক থাকার সময় সেখানে ৩৫টি ওয়ার্ড ছিল৷ হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত হওয়ার পর তা ভেঙে ১৬টি করা হয়৷ একাধিক ওয়ার্ড জুড়ে একটি ওয়ার্ড করা হয়৷ ছয় বছর পর ফের হাওড়া ও বালিকে আলাদা করে দেওয়া হল৷ তবে বালি পুরসভার ওয়ার্ড বিন্যাস কী ভাবে হবে, তা এখনও ঠিক করা হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =