জেলে ইনসুলিন পাচ্ছেন না বালু! বাকিবুরের ‘আবদার’ গারদে বসেই চেক ইস্যু করার

জেলে ইনসুলিন পাচ্ছেন না বালু! বাকিবুরের ‘আবদার’ গারদে বসেই চেক ইস্যু করার

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এখন জেলবন্দি৷ জেলা রয়েছেন তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানও। আদালতে বালুর অভিযোগ, জেলে নাকি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তিনি। বাকিবুর রহমান অবশ্য অন্য আর্জি জানিয়েছেন। তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পর ‘আবদার’, গারদে বসে চেক ইস্যুর করতে দেওয়া হোক তাঁকে। যদিও বাকিবুরের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমানকে এদিন তোলা হয়েছিল ইডির বিশেষ ব‌্যাঙ্কশাল আদালতে৷ অন‌্যদিকে, বালু হাজিরা দেন ‘ভার্চুয়ালি’৷ জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে বলেন, তাঁর মক্কেল জেলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না৷ তাঁকে ঠিকমতো ইনসুলিনও দেওয়া হচ্ছে না। বনমন্ত্রীর মেডিক‌্যাল রিপোর্ট যাতে তাঁদের হাতে দেওয়া হয়, সেই আবেদনও জানান বালুর আইনজীবী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *