বালি থেকেই বিজেপির প্রার্থী হবেন বৈশালী, নিজেই করলেন ঘোষণা

বালি থেকেই বিজেপির প্রার্থী হবেন বৈশালী, নিজেই করলেন ঘোষণা

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে বালি থেকে প্রার্থী হবেন তিনিই, দিল্লির বিমানে ওঠার আগে এমনটাই জানিয়ে গেলেন বৈশালী ডালমিয়া। শনিবারব বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো বিশেষ বিমানে চড়ে দিল্লি রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ আরও ৫ বড় নেতা। সেই দলে ছিলেন বৈশালীও।

গত ২২ জানুয়ারি প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলে তাঁকে সমর্থন করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বৈশালী ডালমিয়া। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। তিনি ও প্রাক্তন হেভিওয়েট তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে বহু জল্পনা হয়। শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার জন্য দিল্লির উদ্দেশে রওনা দিলেন ৫ নেতা। এই দলে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।

বিমানে ওঠার আগে বৈশালী ডালমিয়া সাফ জানিয়ে গেলেন, ‘‘আমার কাজ কখনও থেমে থাকবে না। ভবিষ্যতেও আমি মানুষকে পরিষেবা দিয়ে যেতে চাই।’’ বিজেপির টিকিটে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বালি থেকে লড়বেন কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘সেরকমই ইচ্ছে আছে, সেরকমই হচ্ছেও৷ আমার একটাই ইচ্ছে, যারা আমাকে ক্ষমতা এনেছেন, আমি যেন চিরকাল তাঁদের পাশে দাঁড়াতে পারি। আমি যেন মন খুলে মানুষের জন্য কাজ করে যেতে পারি।’’

যাওয়ার আগে তৃণমূলের বেসুরো বিধায়ক তার প্রাক্তন দলকে বার্তা দিয়ে গেলেন, “যারা এত কিছুর মধ্যেও দলের কোন অনিষ্ট করছেন না, তারা সব সময় দলটাকে ভালোবাসবেন। দলের উইপোকা হবেন না।” কার ওপর ক্ষোভ থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হচ্ছেন সে বিষয়ে বৈশালী ডালমিয়া জানালেন, “কিছু কিছু লোক যারা আমার দলটাকে কুঁড়ে-কুঁড়ে শেষ করে দিল, সে সব অলক্ষনে নাম আমি মুখে আনতে চাই না।” তৃণমূলের ৫ হেভিওয়েট নেতা শনিবার সন্ধ্যায় দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। মনে করা হচ্ছে সেই বৈঠকের পরই বিজেপিতে যোগ দিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *