কলকাতা: শুক্রবার কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টিকিটে স্বামী শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন রত্না৷ এই ওয়ার্ডের কাউন্সিলার হওয়াটা তাঁর ইচ্ছাও বটে৷ তবে টিকিট পাওয়ার আনন্দের মাঝেই এল বাড়ি ছাড়ার নোটিশ৷ ফের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পর্ণশ্রীর বাড়ি ছাড়ার নোটিশ পাঠালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- টিকিট না পেয়ে ‘বিদ্রোহী’ শোভনদেবপুত্র! স্বামীর ওয়ার্ডেই লড়বেন রত্না!
গত ২৬ সেপ্টেম্বর জানা যায়, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের পর্ণশ্রীর বাড়ি বিক্রি করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ এর পরেই বৈশাখী ওই বাড়ির স্বত্ব দাবি করে বলেন, ১৩৯ বি মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়ির মালিক এখন তিনি৷ ওই বাড়িটি ছেড়ে দিতে হবে রত্নাকে৷ তাঁর ছেলে ঋষি এবং মেয়ে চাইলে থাকতে পারেন৷ কিন্তু রত্না কোনও ভাবেই থাকতে পারবেন না৷ জবাবে রত্না পাল্টা বলেন, এই বাড়ি তিনি বৈবাহিক সূত্রে পেয়েছেন৷ তিনি বাড়ি ছাড়বেন না৷ বরং কী ভাবে বাড়ি কিনেছেন বৈশাখী তা দেখাতে হবে তাঁকে৷
বৈশাখী জানান, বিভিন্ন মামলার আইনি খরচ চালাতে অর্থিক সমস্যা হচ্ছিল শোভনের। সেই প্রেক্ষিতেই বান্ধবী হিসেবে শোভনকে সাহায্য করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শোভন সাহায্য নেওয়ার বদলে তাঁর দু’টি বাড়ির মধ্যে একটি বাড়ি বৈশাখীকে বিক্রি করতে চান। বৈশাখীর কথায়, বন্ধুর পাশে থাকতেই শোভনের কাছ থেকে পর্ণশ্রীর বাড়িটি কিনে নেন তিনি৷ তাই বাড়ি কিনেই রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠান৷ শনিবার ফের একবার নোটিশ যায় রত্নার কাছে৷ যদিও সেই নোটিশকে আমল দিতে নারাজ বেহালা পূর্বের বিধায়ক৷
২০১৭ সালের নভেম্বর মাসে বেহালার বাড়ি ছেড়ে গোলপার্কের বাড়িতে ওঠেন শোভন৷ এর পর একদিনের জন্যও বেহালার বাড়িতে পা রাখেননি প্রাক্তন মেয়র৷ এটা তাঁর পৈতৃক ভিটে৷ বৈশাখীর দাবি, আইন মেনেই এই বাড়ি কিনেছেন তিনি৷