কলকাতা: আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শোভন চট্টোপাধ্যায় দ্বৈরথ দেখা গেল। দিনের শুরুতে রানাঘাটে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলবদল প্রসঙ্গে তৃণমূল ত্যাগীদের একহাত নিয়েছেন তিনি। দাবি করেছেন, কালোটাকা সাদা করতেই বিজেপিতে যাচ্ছে সবাই। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, তিনি নিশ্চয়ই জানতেন কাদের কাছে কালো টাকা ছিল।
এদিন বিকেলে বহু প্রতীক্ষিত বিজেপির রোড শোয়ে অংশগ্রহণ করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দলবদল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানতেন কাদের কাছে কালো টাকা ছিল। তাহলে তিনি কেন ব্যবস্থা নেননি, এই প্রশ্ন তুলেছেন বৈশাখী। তার আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী কেন তাদের শাস্তি দেননি, কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, সেই বিষয় নিয়ে ভাবার দরকার। এই প্রসঙ্গে বৈশাখী মন্তব্য করেন, বিজেপি বাল্মিকীদের পার্টি, সবাই চাইবে দস্যু রত্নাকর জানা বাল্মিকী হয়ে যায়। একইসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে নিজের ‘বস’ বলে অভিহিত করেছেন তিনি। বৈশাখীর বক্তব্য, তিনি সামান্য এক বিজেপি কর্মীর যিনি শোভন বাবুর নির্দেশ অনুযায়ী কাজ করেন। তাই তাঁর কাছে তিনিই বস এবং বস ইজ অলোয়েজ রাইট।
রাজ্যের শাসক দলের অভিযোগ, দলবদল করে যারা বিজেপিতে যোগদান দিচ্ছেন তারা আদতে সিবিআই এবং ইডির ভয় পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে অনেক টাকা পাচ্ছেন। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই এইসব কথা বলছেন তিনি। এই সরকারকে বাঁচানো খুব মুশকিল। শোভনের কথায়, যারা জীবনের পরোয়া না করে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে প্রতিষ্ঠা করেছিল, যে স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছিল তার থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরে সরে গেছেন। এইসব ভাবনা কষ্ট দেয় বলে ব্যাখ্যা দিয়েছেন শোভন।