‘আমি শোভনকে ঘুষ নিতে দেখিনি, কুণাল দেখলে প্রতিবাদ করেননি কেন?’ পাল্টা বৈশাখীর

‘আমি শোভনকে ঘুষ নিতে দেখিনি, কুণাল দেখলে প্রতিবাদ করেননি কেন?’ পাল্টা বৈশাখীর

কলকাতা: ফের বঙ্গ রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে পড়ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টালবাহানার পর গতকাল অবশেষে বিজেপির মিছিলে যোগদান দুজনে। একের পর এক আক্রমণ করতে থাকেন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রসঙ্গে যেদিন সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, আইকোরের প্রোমোটার ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তিনি বড়োসড়ো ষড়যন্ত্রে যুক্ত, তাঁকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছোড়েন, যাকে তোয়ালে পেতে ঘুষ নিতে দেখা গেছে তার সঙ্গে থাকতে লজ্জা করছে না? এদিন বিকেলে কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা উত্তর দেন শোভন-বৈশাখী।

কুণালের মন্তব্যের প্রসঙ্গে এ দিন ‘এবিপি আনন্দ’কে সাক্ষাৎকার দিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কখনো দেখেননি শোভন চট্টোপাধ্যায়কে ঘুষ নিতে। যদি কুনাল ঘোষ দেখে থাকেন তাহলে তিনি তখন কেন প্রতিবাদ করেননি। বৈশাখীর কথায়, তিনি যদি ধরেও নেন শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ঘুষ নিয়েছেন, তাহলে ভিডিওতে বাকি যাদের দেখা গেছিল সবাই তো তৃণমূল কংগ্রেসেই রয়েছে, তাহলে ওনার কেন লজ্জা করছে না, এই প্রশ্ন তুলেছেন বৈশাখী। একই সঙ্গে তিনি বলেন, যদি নারদ আর কথা বলা হয় তাহলে তিনি শুনেছেন তাদের দলের লোকই এই ঘটনার পেছনে জড়িত। কোন এক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ হয়েছে। তাহলে সেগুলো নিয়ে কেন কথা হচ্ছে না। 

একই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, তিনি একসময় শিক্ষিকা ছিলেন কিন্তু শিক্ষিকা হবার মর্যাদা তৃণমূল কেড়ে নিয়েছিল। ‌ আগে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, শিক্ষিকা হয়েও কি করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের লজ্জা লাগছে না যাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে থাকতে। এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন কুণাল দাবি করেন, শোভন চট্টোপাধ্যায় আইকোরের প্রোমোটার, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।এই প্রসঙ্গেই শোভনের বক্তব্য, কুণাল মিথ্যে কথা বলছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। আইকোরের সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =