জামিন অধরাই, পার্থসহ ৭ জনের আর্জি খারিজ আদালতের

জামিন অধরাই, পার্থসহ ৭ জনের আর্জি খারিজ আদালতের

be657b2fab6fc64044d273004a74369c

কলকাতা: জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার ফের আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে৷ কেউ কেউ হয়তো অনুমান করেছিলেন যে, আজ তাঁদের জামিন হতে পারে। কিন্তু তেমন কিছুই হল না। আবারও জামিনের আবেদন খারিজ হল। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়সহ ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। স্বাভাবিকভাবেই এদিনও সকলের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই। তবে তাদেরও আজ প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন- পারদ নামছে হু হু করে! জেলায় জেলায় শীতের আমেজ, কলকাতায় উষ্ণতা কত?

সোমবার আদালতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট তৈরি করে ফেলেছে সিবিআই৷ ফলে নতুন করে আর তদন্তের কিছু নেই। অভিযুক্তদের জামিনের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই এর বিরোধিতা করে বলে, নিয়োগ দুর্নীতি এঁদের সকলের পরিকল্পনা এবং ষড়যন্ত্রের জন্য হয়েছে। তারা এও দাবি করে, পার্থ-সহ ধৃত ৭ জনই প্রভাবশালী৷ তাঁদের জামিন দেওয়া হলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে। আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করেছে সিবিআই। এদিকে আদালত গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করে তদন্তের গতি নিয়ে।  

এদিনও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেছিলেন যে, তাঁর মক্কেলের নাম নিয়োগ দুর্নীতি মামলার এফআইআরে নেই। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সেই আর্জি ফল পায়নি। তাঁর এও অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় এজেন্সি সব ঠিক করছে না। কিন্তু আদালত শেষ পর্যন্ত সিবিআইয়ের যুক্তিতেই জামিন নাকচ করে দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *