বাগরির আতঙ্ক এবার গড়িয়াহাটে! ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, তদন্তের নির্দেশ দমকলের

কলকাতা: বাগরির আতঙ্ক উসকে গড়িয়াহাট মোড়ের একটি শাড়ির দোকানে আগুন৷ শনিবার গভীর রাতে দুরঘটনা ঘটে বলে দমকলের প্রাথমিক অনুমান৷ জানা গিয়েছে, গড়িয়াহাট মোড়ের একটি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনের জেরে আটকে পড়েন আবনের বাসিন্দারা৷ পরে, তড়িঘড়ি তাঁদের বের করে নিয়ে আসা হয়৷ ওই আবাসনে কোনও আগুন নিযন্ত্রণে আনার কোনও ব্যবস্থা ছিল না বলে

বাগরির আতঙ্ক এবার গড়িয়াহাটে! ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, তদন্তের নির্দেশ দমকলের

কলকাতা: বাগরির আতঙ্ক উসকে গড়িয়াহাট মোড়ের একটি শাড়ির দোকানে আগুন৷ শনিবার গভীর রাতে দুরঘটনা ঘটে বলে দমকলের প্রাথমিক অনুমান৷ জানা গিয়েছে, গড়িয়াহাট মোড়ের একটি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনের জেরে আটকে পড়েন আবনের বাসিন্দারা৷ পরে, তড়িঘড়ি তাঁদের বের করে নিয়ে আসা হয়৷ ওই আবাসনে কোনও আগুন নিযন্ত্রণে আনার কোনও ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকল মন্ত্রী৷ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দ্রুত আগুন ৬ তলা বিল্ডিংটিকে পুরোপুরি গ্রাস করে নেয়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷ যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে আসে দমকলের প্রায় ২০টি ইঞ্জিন৷ ২১টি ইঞ্জিনের প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা৷

দমকল সূত্রে জানা গিয়েছে, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত স্বাপেক্ষ৷ তবে, শর্টসার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি৷ বহুলতে প্রচুর পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত মারাত্মক আকার নেয়৷ এলাকাটি যেহেতু ঘনবসতি পূর্ণ, তাই ব্যাপক ক্ষয়ক্ষতি কিংবা প্রাণ হানির আশঙ্কা ছিল৷ কিন্তু সেসব এড়ানো গিয়েছে৷ আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ শাড়ির দোকানের ভিতরে প্রবেশ করে আগুনের উৎসস্থলে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের৷ বেশ কয়েকটি দোকানের শাটার গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে ঢোকা সম্ভব হয়৷ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 7 =