নির্বাচন শেষ না হলে মুক্তি পাবে না বাঘিনী

কলকাতা : মোদির বায়োপিকের পর এবার বিতর্কের কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-কাহিনী নিয়ে তৈরি বায়োপিক ‘বাঘিনী’৷ নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বাঘিনী-র ট্রেলার৷ আগামী ৫ মে মুক্তি পাচ্ছে না নেহাল দত্ত পরিচালিত ছবি বাঘিনী৷ বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে বাঘিনী প্রযোজক জানান, নির্বাচন শেষ হওয়ার পরেই মুক্তি পাবে ছবিটি৷ বিরোধীরা আগেই অভিযোগ

নির্বাচন শেষ না হলে মুক্তি পাবে না বাঘিনী

কলকাতা : মোদির বায়োপিকের পর এবার বিতর্কের কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-কাহিনী নিয়ে তৈরি বায়োপিক ‘বাঘিনী’৷ নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বাঘিনী-র ট্রেলার৷ আগামী ৫ মে মুক্তি পাচ্ছে না নেহাল দত্ত পরিচালিত ছবি বাঘিনী৷

বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে বাঘিনী প্রযোজক জানান, নির্বাচন শেষ হওয়ার পরেই মুক্তি পাবে ছবিটি৷ বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিল ‘বাঘিনী’ নিয়ে৷  কারণ, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলা থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা সফরটা তুলে ধরা হয়েছে ছবিটিতে। এমনকী সিঙ্গুর-নন্দীগ্রামের মতো সাড়া জাগানো ঘটনাও তুলে ধরা হয়েছে। মমতার রাইটার্স বিল্ডিংয়ের সেই বিখ্যাত ঘটনাও রয়েছে ছবিতে। সিপিএম ও বিজেপির পক্ষ থেকে জানানো হয় ‘বাঘিনী’ ছবিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি করা হয়েছে। ফলে ভোটের মরশুমে এই ছবির ভোটারদের প্রভাবিত করতে পারে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন ‘বাঘিনী’ ছবির ট্রেলার বন্ধ করার নির্দেশ দিয়েছিল৷

‘বাঘিনী’ ছবির প্রযোজক পিঙ্কি পাল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে জানান, ২০১৯ লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই এই ছবির রিলিজ করা হবে। এদিন বাঘিনীর প্রযোজক পিঙ্কি পাল বলেন, ‘‘আমাদের ট্রেলার নিয়ে আপত্তি ছিল৷ তখন আমাদের কাছে কোনও অফিসিয়ালি অর্ডার আসেনি৷ তাই এতদিন তুলেনি৷ এখন এসেছে তুলে নিয়েছি৷ নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি নির্বাচন শেষ না হলে মুক্তি পাবে না ‘বাঘিনী’৷ তবে, ছবিটি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। সাধারণ এক মেয়ের জীবন তুলে ধরতে চেয়েছি ছবিতে৷ সাধারণ মহিলাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিল পেলে সেটা আমাদের দোশ নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =