প্রিয়াঙ্কার জন্য গর্বে বুক ভরে যাচ্ছে বাবুলের! মনের কথা লিখে ট্রোলড

প্রিয়াঙ্কার জন্য গর্বে বুক ভরে যাচ্ছে বাবুলের! মনের কথা লিখে ট্রোলড

কলকাতা: ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল পেশাদার একজন আইনজীবী। বিজেপির আইনজীবী সেলেরও পদে রয়েছেন প্রিয়াঙ্কা। সাংসদ বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৪ যোগ দিয়েছিলেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে যতগুলি মামলা রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই সওয়াল করেন তিনি। সম্প্রতি ভোট-পরবর্তী হিংসা মামলায় আদালতে ‘সফল’ হয়েছেন। তাই আইনজীবী থেকে এখন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি ভোটের ময়দানে আসা প্রিয়াঙ্কার উত্থান দেখে প্রচণ্ড গর্বিত বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে নিজের মনের কথা লিখেছেন তিনি। কিন্তু ট্রোলড হতে হল তাঁকে।

আরও পড়ুন- আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাবুল জানিয়েছেন, তাঁর কথাতেই প্রিয়াঙ্কা রাজনীতির ময়দানে এসেছেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন। বাবুল টুইট করে লিখেছেন, ”অনেক অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কাকে যে আমার সব আইনি লড়াই লড়েছে সাফল্যের সঙ্গে। সাহসী, যুক্তিবাদী এবং আত্মবিশ্বাসী মেয়ে প্রিয়াঙ্কা। সেই কারণেই আমি তাঁকে দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলাম।” একই সঙ্গে অমিত শাহ, জেপি নড্ডা এবং বিজেপি-কে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন বাবুল। এখানেই না থেমে তিনি আরও বলেন, ”জীবনে হার-জিৎটাই সব নয়। জীবন হল কঠিন যুদ্ধে লড়াই করার সাহস।” বাবুল এও মনে করেন যে এরাই ভবিষ্যতে বিজেপিকে আরও গর্বিত করবে। যদিও এই টুইট করে কটাক্ষের শিকার হয়েছেন সাংসদ। অনেকেই লিখেছেন যে, রাজনীতি ছেড়ে দেবেন বলে এখন আবার রাজনৈতিক পোস্ট করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে,  রাজনৈতিক মঞ্চে যাবেন না, রাজনীতি ছেড়ে দিয়েছিলে্ন বলে এখন এই পোস্ট কেন। আবার একজন এও লিখেছে যে, বাবুলদা সেরা গায়কের সাথে সেরা নাট্যকারের পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি। 

 

তবে কেন প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? সেই ইস্যুতে দিলীপ ঘোষ জানিয়েছেন,  মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমনাথবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন তাঁকে কেউ চিনত না। সেই মমতা তাঁকে হারিয়ে আজ এই জায়গায় এসেছেন। প্রিয়াঙ্কা দলের লড়াকু নেত্রী এবং তাঁকে সামনে রেখেই দল নির্বাচন লড়বে বলে জানান তিনি। এই প্রসঙ্গে হাস্যরসে তাঁর কটাক্ষ, হারা প্রার্থীর বিরুদ্ধে হারা প্রার্থী দিয়েছে বিজেপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =