টালিগঞ্জ: নির্বাচনের চতুর্থ দফার সকাল থেকে শহরের একাধিক জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কসবা থেকে শুরু করে যাদবপুরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘাত লেগেছে। এবার জাল ভোটার ইস্যুতে উত্তপ্ত টালিগঞ্জ। সেখানের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় দাবি করেছেন যে তিনি জাল ভোটার ধরেছেন! এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের দাবি, বিজেপি প্রার্থী এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন।
জানা গিয়েছে, টালিগঞ্জের ব্রহ্মপুর জাল ভোটার পাকড়াও করেছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি দাবি করেছেন ওই এলাকায় দুজন মহিলা ভুয়ো ভোটার ছিলেন। সন্দেহ হওয়ায় তিনি তাদের পাকড়াও করার চেষ্টা করলে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। যদিও এলাকার যারা ভোটার তারা দাবি করছেন, সকাল থেকেই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল এই এলাকাতে। কিন্তু বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এলাকায় আসার পরেই চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী ইচ্ছাকৃত এই এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন তারা। এই প্রেক্ষিতে বুথের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা।