‘ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না!’ কটাক্ষ বাবুলের, বিধান পরিষদ নিয়ে প্রশ্ন

‘ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না!’ কটাক্ষ বাবুলের, বিধান পরিষদ নিয়ে প্রশ্ন

কলকাতা: গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুরে দাঁড়াবেন না, শুধুমাত্র নন্দীগ্রাম থেকে লড়বেন। এই বিষয়টি সামনে আসার পর থেকেই বিজেপি একের পর এক আক্রমণ করা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এনাদের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি উল্লেখ করলেন, ‘ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না!’ একই সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধান পরিষদের কথা ঘোষণা করেছে সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ইতিমধ্যেই টুইটে একটি ভিডিও পোস্ট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, “‘বাংলা নিজের মেয়েকে চায়’ তো দূরের কথা, ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না। লড়লে হেরে যাবেন,  এটা আজ করতে পেরে মাননীয়া দিদি নিজের জায়গাতেই লড়ার সাহস দেখাতে পারলেন না“। বাবুল সুপ্রিয়র কটাক্ষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিধান পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি জানাচ্ছেন, হাইকোর্টের হস্তক্ষেপে বিধান পরিষদ উঠে গিয়েছে। এদিকে গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধান পরিষদ গঠনের কথা বলেন, এর কোনো যুক্তি নেই। তিনি আরো বলেছেন, হয়তো যাদের তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি তাদের আশ্বস্ত করার জন্যই এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শমিকের আরও দাবি, রাজ্য সরকারের কোনো অ্যাজেন্ডা নেই এবং সাধারণ মানুষকে উন্নয়নের রাস্তায় আর নিয়ে আসার কোন সুযোগ নেই। তাই তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

গতকাল মমতা জানিয়ে দেন, ক্ষমতায় ফিরলে পশ্চিমবাংলায় ফের বিধান পরিষদ গড়ে তোলা হবে। এই বার ভোটে টিকিট না পাওয়া প্রার্থীদের নিয়ে আসা হবে বিধান পরিষদে৷ প্রসঙ্গত, শুক্রবার সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিটিকে নিয়ে ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়৷ পাহাড়ের তিনটি আসনে লড়বে তাঁদের শরিক গোর্খা জনমুক্তি মোর্চা৷ ওই তিনটি আসনে প্রার্থী দেবে না তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =