কলকাতা: সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি’র সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন ইতিমধ্যেই৷ আর ইস্তফা দিয়েই পুরনো দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বাবুল সুপ্রিয়৷ বিঁধলেন চাঁচাছোলা ভাষায়৷ এমনকী মোদী-শাহের বিজেপি’কে কাঁকড়ায় ভরা দল বলে তোপ দাগলেন তিনি৷ খোঁচা দিতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকও৷
আরও পড়ুন- বাবার বন্ধুর বিকৃত লালসার শিকার ১৩ বছরের নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত
প্রসঙ্গত, বিজেপি ছেড়ে বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তাঁকে বিঁধেছিলেন শুভেন্দু৷ বলেছিলেন, ‘পিসি ভাইপোর সঙ্গে কী চুক্তি হয়েছে প্রকাশ্যে বলুন’৷ সেই সময় মুখ না খুললেও এবার পাল্টা জবাব দিলেন বাবুল৷ বাড়ির অন্দরে নৈতিকতার পাঠ দিন, শুভেন্দুকে পাল্টা দিলেন তিনি। সেইসঙ্গে বাবুল বলেন, মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণায়’ বাংলার মানুষের জন্য সব সময় ‘এক্সট্রা’ কিছু করার চেষ্টা করব৷ সেই সঙ্গে নিজের জীবনে চ্যালেঞ্জ নেওয়ার কথাও মনে করিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে৷ কী ভাবে ১৯৯২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের সুরক্ষিত চাকরি ছেড়ে তিনি বম্বে গিয়েছিলেন৷ মেয়াদ থাকতে সাংসদ পদ ছেড়েও তিনি ‘গর্বিত’৷ সেদিনের মতো তিনি আজও ভয় পান না বলে জানান বাবুল৷
এদিন ফেসবুক পোস্টে শুভেন্দুকে খোঁচা দিয়ে বাবুল লেখেন, ‘‘বিজেপি থেকে যিনি আমাকে নৈতিকতার জ্ঞান দিচ্ছেন তাঁকে বলবো, নিজের বাড়ির অন্দর থেকে পাঠটা শুরু করতে। আর শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আমি যা করতে পেরেছি তা আগে করে দেখাতে তারপর যা বলার বলতে। কাঁকড়ায় ভরা একটি দল, যারা নিজেদের প্রকৃত কর্মীদের সাথে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমানি করে আর বহিরাগতদের চার্টার্ড প্লেনে চড়ায়, সেই বিজেপির জন্য ২০২৪ থেকে যেটুকু করেছি তাতেও আমি যেমন গর্বিত, আজ অন্যায়ের প্রতিবাদ করে আড়াই বছর বাকি থাকতেও বিজেপির টিকিটে বিজেপির জন্য জেতা সাংসদ পদ নির্দ্বিধায় ছেড়ে দিতে পেরেও আমি সমান গর্বিত।”
সেই সঙ্গে আসানসোলের বাসিন্দাগের উদ্দেশে তাঁর বার্তা, ধান্দাবাজদের কথায় কান দেবেন না৷ মুখ্যমন্ত্রী তাঁকে সব ভুলে বাংলার মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বলেও জানান আসানসোলের প্রাক্তন সাংসদ৷