ভবানীপুরের প্রচারে আদৌ থাকবেন বাবুল? উত্তর মিলল

ভবানীপুরের প্রচারে আদৌ থাকবেন বাবুল? উত্তর মিলল

9596a145e9b199a032183cd93b2ae2fe

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভবানীপুরে তারকা প্রচারক হিসেবে একাধিক নাম সামনে এসেছে বিজেপির তরফে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করবেন। এই তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে স্মৃতি ইরানি, রুদ্রনীল ঘোষ এমনকি বাবুল সুপ্রিয়র নাম। যদিও ভবানীপুরে তিনি প্রচারে যাবেন না বলে স্পষ্ট করেছেন বাবুল! এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিয়ে এমনটাই জানান সাংসদ।

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

চলতি বছর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তারপর কয়েক দিনের মধ্যেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনেন তিনি, যদিও খাতায়-কলমে এখনো তিনি বিজেপির সাংসদ কারণ তিনি ইস্তফা দেননি। তাই বিজেপি ভবানীপুরে তাঁকে তারকা প্রচারক হিসেবে নির্বাচিত করায় রাজনৈতিক কৌতুহল বেড়েছে অবশ্যই ভাবে। তবে মনে করা হচ্ছে, রাজনীতি থেকে সরে আসার কথা বললেও যেহেতু দলীয় সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে তাই তিনি প্রচার না করলে সমস্যায় পড়তে পারেন। কিন্তু বাবুল স্পস্ট জানিয়ে দিলেন যে তিনি প্রচার করবেন না। তাঁর বক্তব্য, বিজেপি তাঁকে তারকা প্রচারকের তালিকায় রেখেছে সেজন্য দলকে ধন্যবাদ, কিন্তু রাজনৈতিক মঞ্চে তাঁকে দেখা যাবে না। তিনি কোনও প্রচারে থাকবেন না। বাবুল জানাচ্ছেন, রাজনৈতিক সন্ন্যাস থেকে বেরনোর প্রশ্ন উঠছে না।

আরও পড়ুন- আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী ছাড়াও ভবানীপুরে বিজেপির তারকা প্রচারক স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মনোজ তেওয়ারি, হরদীপ সিং পুরী, শাহনয়াজ হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন রুদ্রনীল ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনেই। যদিও অবশেষে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়ালকে ভবানীপুরের প্রার্থী করেছে বিজেপি। তাঁকে আবার ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাংসদ বাবুল। টুইট করে লিখেছেন, ”অনেক অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কাকে যে আমার সব আইনি লড়াই লড়েছে সাফল্যের সঙ্গে। সাহসী, যুক্তিবাদী এবং আত্মবিশ্বাসী মেয়ে প্রিয়াঙ্কা। সেই কারণেই আমি তাঁকে দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলাম।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *