এদের মতো নেতার সঙ্গে ‘সমঝোতা’ করার মানসিকতা নেই! জিতেন্দ্র প্রসঙ্গে বাবুল

নিজের বক্তব্য একেবারে স্পষ্ট রেখেছেন বাবুল সুপ্রিয়।

804594b31ca78c9e4e372fade26c8b38

 

আসানসোল: গতকাল শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের পৌর প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই আবহে এখন জল্পনা সৃষ্টি হয়েছে তিনিও শুভেন্দু অধিকারীর মত বিজেপিতে যোগদান করবেন কিনা। যদিও জিতেন্দ্র তিওয়ারি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এখন রাজনীতি করবেন না, নিজের পুরনো প্রফেশনে ফিরে যাবেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, দলের হয়ে কাজ করার সময় এমন অনেক কিছু করতে হয়েছে যা তিনি হয়তো ব্যক্তিগতভাবে করতে চাননি। কিন্তু যেহেতু সবকিছু তাঁর নেতৃত্বে হয়েছে তাই সব দোষ তাঁর নিজের। জিতেন্দ্র তিওয়ারি মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ বাবুল সুপ্রিয় অভিযোগ তুলেছিলেন তাঁর নেতৃত্বে আসানসোলে প্রচুর বিজেপি কর্মী এবং সমর্থককে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির আঁতাত হয় কিনা সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত না দিলেও নিজের বক্তব্য একেবারে স্পষ্ট রেখেছেন বাবুল সুপ্রিয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট দিয়ে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এই রকম অনেক কানাঘুষো শোনা যাচ্ছে যে তাঁর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি সহ তৃণমূলের অন্যান্য নেতাদের আন্ডার দা টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই প্রেক্ষিতে বাবুল স্পষ্ট বলেন, তার এই রকম মানসিকতা নেই এই ধরনের নেতাদের সঙ্গে আন্ডার দা টেবিল আন্ডারস্ট্যান্ডিং করার। তিনি আসানসোলের জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই মতই আগামী দিনে কাজ করবেন। তবে জিতেন্দ্র তিওয়ারি কে নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের যা সিদ্ধান্ত হবে সেটাই তিনি মেনে নেবেন বলে দাবি করেছেন বাবুল। একইসঙ্গে জানিয়েছেন, বিগত ছয় বছর ধরে আসানসোলের উন্নয়নের অনেক কাজ করেছে বিজেপি, এখন আসানসোলকে স্বচ্ছ এবং সুন্দর শহর গড়ে তোলাই একমাত্র লক্ষ্য। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আসানসোলের জনগণকে মুক্তি দেওয়ার কাজ করবেন তিনি, এমনটাই দাবি করেছেন বাবুল সুপ্রিয়। এক কথায়, তার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বা তৃণমূলের অন্যান্য নেতাদের আঁতাতের বিষয় সম্পূর্ণ নস্যাৎ করেছেন তিনি।

এদিন জিতেন্দ্র তিওয়ারি বলেন, আপাতত তিনি পৌর প্রশাসক পথ থেকে ইস্তফা দিয়েছেন এবং নিজের পুরনো প্রফেশনে ফিরে যাবেন। আপাতত রাজনীতি করবেন না তিনি, তবে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি জিতেন্দ্র। তার স্পষ্ট কথা, বিধায়ক বা মন্ত্রী না থাকলেও মানুষের পাশে থাকা যায়। তাই রাজনীতির মঞ্চ ছেড়ে দিলেও মানুষের পাশে থাকবেন তিনি। এদিকে বাবুল সুপ্রিয় অভিযোগ জানিয়েছিলেন আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে অনেক বিজেপি কর্মী অত্যাচারিত হয়েছে। সেই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত ক্ষমা প্রার্থী হলেন জিতেন্দ্র তিওয়ারি। বললেন, দলে থেকে কাজ করার সময় এমন অনেক কিছু করতে হয়েছে, যেহেতু তিনি নেতৃত্বে ছিলেন তাই সব দোষ তাঁর। বাবুল সুপ্রিয়কে এ ব্যাপারে কিছু বলার নেই জিতেন্দ্রর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *