কলকাতার পরবর্তী মেয়র কি বাবুল? অভিষেকের পছন্দের তালিকায় এগিয়ে গায়ক

কলকাতার পরবর্তী মেয়র কি বাবুল? অভিষেকের পছন্দের তালিকায় এগিয়ে গায়ক

459a7a8128083f6d58fd2095edab27e0

কলকাতা:  রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই জল্পনায় বাবুল৷ আগামী দিনে তাঁকে যে বড় কোনও ভূমিকায় দেখা যাবে, সেই ইঙ্গিত বহুবার মিলেছে৷ তবে ঠিক কোন দায়িত্ব সামলাবেন প্রাক্তন সাংসদ, সে বিষয়ে মুখ খোলেননি তিনি৷ কানাঘুষো কলকাতার মেয়র পদে দেখা যেতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন গায়ক৷ 

আরও পড়ুন- নিজের অবস্থানে অনড় প্রসূন, দলবদলু ইস্যুতে গোষ্ঠীদ্বন্দ দিচ্ছে মাথা চাড়া

প্রসঙ্গত, দলে এক ব্যক্তি এক পদ নীতি চালু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই নীতি মেনে মন্ত্রী ফিরহাদ হাকিম যে আর পুর প্রশাসক (মেয়র) পদে থাকবেন না, তা প্রায় স্পষ্ট৷ সেই একই যুক্তিকে পিছিয়ে পড়েছেন নগর ও পুর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও৷ এবং এই প্রেক্ষাপটে অনেকটাই এগিয়ে বাবুল সুপ্রিয়৷ বিজেপি ছেড়ে বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন তাঁকে রাজ্যসভার সাংসদ করা হবে৷ কিন্তু তাঁকে রাজ্যসভার টিকিট দেওয়া হয়নি৷ ফাঁকা দুই আসনে মনোনয়ন পেয়েছেন সুস্মিতা দেব এবং লুইজিনহো ফেলেইরো৷ বাবুলকে মন্ত্রী করার জল্পনাও ভেস্তে গিয়েছে৷ কারণ সদ্য সমাপ্ত উপনির্বাচনে বাবুলকে দাঁড় করায়নি দল৷ এখন সামনেই পুরভোট৷ বাবুলকে সামনে রেখে দল লড়াই করলে ফায়দা মিলবে বলেই মনে করছেন অভিষেক৷ যদিও দলের তরফে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি৷ 

তৃণমূল সূত্রের খবর, বাবুলকে প্রার্থী করার বিষয়ে  দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলেই তাঁর নাম ঘোষণা করে দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কলকাতা এবং হাওড়ায়৷ বাবুল  আগে কলকাতার কৈলাস বোস স্ট্রিট এলাকার ভোটার ছিলেন৷ কিন্তু আসানসোলের সাংসদ হওয়ার পর তিনি সেখানকার ভোটার হয়ে যান৷  তবে উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে এখনও বাবুলের পৈত্রিক বাড়িটি রয়েছে। বাবুল ফের ওই ওয়ার্ডের ভোটার হয়ে নির্বাচনে লড়বেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *